প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৫ , ৪:২৬:৪১ প্রিন্ট সংস্করণ
এনামুল হক ছোটন, ময়মনসিংহ

ময়মনসিংহে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ২০২৪-২৫ অর্থবছরে অনুদানপ্রাপ্ত যুব সংগঠনসমূহের মধ্যে চেক বুধবার (২২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। এ সময় তিনি বলেন, “তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। যুব সংগঠনগুলোকে কার্যকরভাবে অংশগ্রহণের মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”
এসময় ১৮ টি যুব সংগঠনের প্রতিনিধিদের মাঝে অনুদানের ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, যুব সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যুব কল্যাণ তহবিলের মাধ্যমে প্রতি বছর সারাদেশে বিভিন্ন যুব সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে, যা যুব উন্নয়ন ও স্বনির্ভরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

















