অর্থনীতি

বান্দরবানে এনসিপি নবগঠিত কমিটির উদ্যোগে বিভিন্ন রোগীকে সহায়তা প্রদান

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৬:৩৮:৪৮ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহবায়ক কমিটির উদ্যোগে কুহালং ইউনিয়নের পুরাতন চড়ই পাড়ার বিভিন্ন রোগীকে সহায়তা প্রদান করা হয়েছে।

০৭ডিসেম্বর সকালে বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের পুরাতন চড়ুইপাড়ার প্যারালাইসেন্স রোগে আক্রান্ত রোগী উমং প্রু মারমা ও গলা ক্যান্সার রোগে আক্রান্ত বুলিমং মারমা কে বিভিন্ন সহায়তা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি)র জেলা আহ্বায়ক মং সা প্রু (চৌধুরী), এনসিপির সিনিয়র যুগ্ন সদস্য সচিব প্রকৌশলী লুক চাকমা, এনসিপির যুগ্ন সদস্য সচিব আ.ছা.ই.ম সায়েম হোসেন, যুগ্ন আহ্বায়ক শার্লী মেশৈ প্রু মারমা, মো: আল মামুন, বিপ্লব চাকমা সহ অন্যান্য সদস্যরা।

এসময় জেলার আহ্বায়ক মং সা প্রু (চৌধুরী) বলেন, জাতীয় নাগরিক পাটি (এনসিপি)র বান্দরবান জেলার গরিব দুঃখি মানুষের পাশে থেকে কাজ করে যবো। আমরা সকলের উন্নয়নের জন্য কাজ করব। এসময় তিনি বলেন, পার্বত্য জেলা বান্দরবানের সুবিধাবঞ্চিত সকলের উন্নয়নের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পাহাড়ের পাহাড়ী বাঙ্গালী সকলের অধিকার আদায়ের জন্য নিরলস ভাবে কাজ করে যাবে।

এসময় প্যারালাইসেন্স রোগে আক্রান্ত রোগী উমং প্রু মারমা এর পরিবারকে নগদ ২ হাজার টাকা, ৫০ কেজি চাউল, ২ লিটার সয়াবিন তৈল, ডাল, পেয়াজঁ, আলু ও গলা ক্যান্সার রোগে আক্রান্ত বুলিমং মারমা এর পরিবারকে নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content