• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রতিবন্ধী ভাতা পেল অসহায় রমজান আলী

      স্টাফ রিপোর্টার: ৬ মার্চ ২০২৩ , ১১:০৪:২৭ প্রিন্ট সংস্করণ

    মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২ হাজার ৫৩ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়েছে। তার মধ্যে একজন হলেন রমজান আলী। লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের রমজান আলী প্রতিবন্ধীকে ভাতা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল। রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ভাতা প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, উপজেলার আওয়ামী যুবলীগের সহসম্পাদক রাসেল আলম রাজু, স্থানীয় মেম্বার আব্দুল্লাহ্ আল মাসুদ প্রমুখ।

    উপজেলার সমাজ সেবা কর্মকর্তা বাদশা ফয়সাল জানান, আমরা বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা ভাতা, বিধবা ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা, বেদে সম্প্রদায়ের ভাতা ও বেদে শিক্ষার্থীদের ভাতা প্রদান করে থাকি। উপজেলার ১০টি ইউনিয়নে মোট ১৩ হাজার ৪৮ জনকে এ ভাতা পায়। প্রত্যকের ভাতা যার যার মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়।

    তিনি আরও জানান, রমজান আলীর মোবাইল ফোন নাই বিধায় তার টাকা স্থানীয় মেম্বার আব্দুল্লাহ আল মাসুদের মোবাইল ফোনে পাঠানো হয়েছে। মেম্বার সে টাকা তুলে ইউএনও স্যারের মাধ্যমে রমজান আলীর হাতে তুলে নেন। গত ৬ মাসে ৫ হাজার ১০০ টাকা ভাতা দেওয়া হয়েছে। আর ৩৫ টাকা খরচ বাবদ কেটে রাখা হয়েছে। তথ‍্যানুসন্ধানে জানা যায়, রমজান আলী কয়েক বছর পূর্বে ইজিবাইক চালক ছিল। হঠাৎ আঘাত পেয়ে প‍্যারালাইসেস রোগী হয়ে যান। মসজিদে মসজিদে ভিক্ষা করে জীবন কাটাতেন।

    আরও খবর

    Sponsered content