• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বাংলাদেশ

    বগুড়ার নন্দীগ্রামে বিস্ফোরক আইনে মামলা

      বগুড়া প্রতিনিধি: ২ সেপ্টেম্বর ২০২২ , ১১:৪৯:৩৩ প্রিন্ট সংস্করণ

    নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার সকলে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল হাকিম বকুল বাদী হয়ে এ মামলা করেন।

    মামলা সূত্রে জানা যায়, শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মাসব্যাপি বঙ্গবন্ধু চত্বরে শোকসভা করে আসছে। প্রতিদিনের কর্মসূচি না হওয়া ও এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য গত ২৮ ও ৩০ আগস্ট রাতে বাসস্ট্যান্ডস্থ বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন।

    এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল হাকিম বকুল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। এর আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারসহ ২৬ জন নেতাকর্মির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামী করে মামলা করে। তবে পুলিশ এ পর্যন্ত দুটি মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

    এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণসহ ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা করেছে। মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

    আরও খবর

    Sponsered content