• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    ইবির দা’ওয়াহ বিভাগে নবীন-প্রবীণের মিলনমেলা

      ইবি প্রতিনিধি : ১৮ মার্চ ২০২৩ , ১০:৪৭:৫৭ প্রিন্ট সংস্করণ

    নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে  ১৯৮৫-৮৬ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনটি উপলক্ষে শনিবার (১৮ মার্চ) সকাল ১০টায় অনুষদ ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
    শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ইবির সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আফাজ উদ্দীন, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. এইচ এ এন এম এরশাদ উল্লাহ, সভার প্রধান উপদেষ্টা ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট’র মহাপরিচালক ড. এম আবদুল আজিজ।

    আরও খবর

    Sponsered content