• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • Uncategorized

    রাজশাহী, দুর্গাপুরে ট্রলির ধাক্কায় নিহত ১

      বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলাম: ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:২২:০৯ প্রিন্ট সংস্করণ

    রাজশাহীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সাইকেল চালক দুর্গাপুরের কামাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত । বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়নের পাঁচুবাড়ি গ্রামে তার বাড়ি। তিনি সাইকেলে বেঁধে ঝুড়িতে করে মুরগির ব্যবসা করেন বলে জানা যায়। স্থানীয়রা জানান, নিউ সেঞ্চুরী নামের একটি বাস রাস্তার ওপর দাঁড়িয়ে থাকায় মুরগির ব্যবসায়ী বাসটিকে ওভারটেক করার সময় পিছনের ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল চালকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন কামাল হোসেন। এতে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। প্রায় রাস্তার একপাশ দখল করে বাস রাখেন পরিবহন মালিকরা। এজন্য প্রায় দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন সংবাদকর্মীদের জানান, সকাল সাড়ে ৮টার দিকে ইট বোঝাই পাওয়ার ট্রলি ভদ্রা মোড় থেকে তালাইমারীর দিকে আসার পথে একই দিকে থেকে আসা বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী কামাল হোসেন নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content