• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপির উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন- পুলিশ সুপার গাইবান্ধা

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ৬:৩০:০৮ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৭নং তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

    শনিবার(১৫ জুলাই) বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

    এসময় পুলিশ সুপার কামাল হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার ৭নং তালুককানুপুর ইউপির উপনির্বাচন
    যে কোন মূল্যে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা
    হয়েছে। আনসার, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি
    যে কোন পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবের টহল থাকবে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন, সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা,
    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, জেলা ডিবির (ওসি) মোখলেসুর রহমান,পরিদর্শক (তদন্ত) বুলবুল হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

    উল্লেখ্য যে, গত ৪ মে ৭নং তালুক কানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মাষ্টারের মৃত্যুতে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত তপসীল অনুযায়ী আগামীকাল ১৭ জুলাই এ ইউনিয়নের চেয়াম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মাসুদ আলম মন্ডল, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আশরাফুল আনারস প্রতীকে এবং আনিছুজ্জামান বিদ্যুৎ মোটর সাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

    আরও খবর

    Sponsered content