• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    পূর্ব গোয়ালবাড়ীতে চা বাগানের সরকারী উচু টিলা ইউপি সদস্যের নির্দেশে কর্তন

      মৌলভীবাজার প্রতিনিধিঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৪২:৩৬ প্রিন্ট সংস্করণ

    মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় চলছে অবাধে পাহাড় ও টিলা নিধনের উৎসব। পরিবেশ মন্ত্রীর কঠোর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও থামছে না এসব পাহাড় ও টিলা কাটা। জুড়ীর পূর্ব জুড়ী ও সাগর নাল ইউনিয়নে চলছে উৎসবের মধ্যে দিয়ে টিলা কাটার প্রতিযোগীতা। গত বৃহস্পতিবার (২৩/২) সরেজমিনে দেখা যায়, উপজেলার ২ নং পূর্ব জুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে পূর্ব গোয়ালবাড়ী (হালগরা) গ্রামের আতিয়া বাগ চা বাগানের রাবার বাগান ও চা বাগানের সরকারী টিলা কেটে কৃষি জমি ভরাট করে চলছে বাড়ীর ভিটে নির্মানের উৎসব। অনুসন্ধানে জানা যায়, পূর্বজুড়ীর ১নং ওয়ার্ডের প্রায় ১২ টি পরিবারের মধ্যে ৯-১০ টি অসহায় পরিবারের নিকট থেকে স্থানীয় (ময়না মেম্বার) নামের এক দালাল নগদ অর্থ নেয় গৃহ নির্মানের নামে। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য রেজান আলী সরকারী টিলা ব্যক্তিগতভাবে জরিপ করে দখল প্রদান করেন প্রায় ১০ টি পরিবারকে। উক্ত দখলদারদেরকে স্ব-স্ব দখলীয় টিলার বসত ঘরের ভিটে প্রস্তুত করতে ও নির্দেশ প্রদান করেন।
    পরবর্তীতে দখলদাররা যৌথ ভাবে ইউপি সদস্যে মোঃ লতিবুর রহমান রেজানের নির্দেশে সরকারী বিশাল এ সু-উচ্চ টিলা কেটে পরিবেশ আইন লঙ্গন করেছেন। সরকার যেখানে অবৈধ দখলীয় ও পরিত্যাক্ত জমি উদ্ধার করে অসহায় ও গৃহহীনদের মধ্যে বণ্টন করে দিচ্ছে সেখানে সরকারী চা বাগান ও রাবার বাগানের টিলার জমি দখল করিয়ে টিলা নিশ্চিহ্ন করে কৃষি ফসলী জমি ভরাট করিয়ে দিচ্ছেন। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হচ্ছে।
    এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী এ প্রতিবেদককে জানান, চাঁদার অর্থ না দেওয়াতে ইউপি সদস্য লতিফুর রহমান অরফে রেজান আলী আমার নামের ভিটের দখল আমাকে বুজিয়ে দেননি।
    এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোঃ লতিবুর রহমান রেজানের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
    রাজনৈতিক মহলের ধারনা পূর্বজুড়ী ও সাগরনাল ইউনিয়নে অবাধে বড় বড় সরকারী টিলা কাটার নেপথ্য পরিবেশ ও বন মন্ত্রীকে বেকায়দায় ফেলতে উটেপড়ে লেগে আছে।

    আরও খবর

    Sponsered content