• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    র‌্যাবের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

      নিজস্ব প্রতিবেদক: ২৪ মার্চ ২০২৩ , ৪:০৪:৩২ প্রিন্ট সংস্করণ

    ঢাকার কদমতলী, ডেমরা ও কেরানীগঞ্জে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক পাখা, ওষুধ ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত ও বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার (২৪ মার্চ) বিকেলে র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এসময় বিএসটিআইর প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৩ মার্চ) কদমতলী, ডেমরা, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাব-১০ সহায়তা করে। এসময় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক পাখা, ওষুধ ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত ও বিক্রির অপরাধে সাত প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
    তিনি আরও জানান, তাদের মধ্যে হামজা ফুড প্রোডাক্টসকে দুই লাখ টাকা, কেয়ার ল্যাবরোটরিজকে তিন লাখ টাকা, কসমো প্লাস্টিককে ৫০ হাজার টাকা, শান্ত ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা, মিমি এগ্রো ফুড প্রোডাক্টসকে তিন লাখ টাকা, জনতা করপোরেশনকে এক লাখ ৫০ হাজার টাকা ও এস কে নুর ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
    এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক পাখা, ওষুধ ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।

    আরও খবর

    Sponsered content