• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    মনিরামপুর দোকানের জামনতের টাকা ফেরত চেয়ে উল্টা চাদাবাজির মামলা

      এস এম তৌহিদুল ইসলাম, যশোর প্রতিনিধি: ১ মার্চ ২০২৩ , ৯:৫৭:৩০ প্রিন্ট সংস্করণ

    মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে শফিকুল নামে একজন চা দোকানি দোকানের জামানতের টাকা ফেরত চাওয়ায় উল্টো চা দোকানির নামে মনিরামপুর থানায় চাদাবাজির অভিযোগ ও যশোর কোটে চাঁদাবাজি অভিযোগ তুলে মামলা দেওয়ায় ঢাকুরিয়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    ভুক্তভোগী চা দোকানী শফিকুল জানান ঢাকুরিয়া বাজারে শামসুর রহমান ছোট্টর ছেলে ইকবাল এর নিকট থেকে ঢাকুরিয়া বাজারের তরকারি পট্টিতে অগ্রীম ৬০ হাজার টাকায় চুক্তিপত্র করে ছোট একটা কাঠের চায়ের দোকান জামানাত দিয়ে ভড়া নেন ইউপি সদস্যা সোনিয়ার স্বামী ইকবালের কাছ থেকে কিন্তু ব্যবসায় ভাল না হওয়ায় আমি চুক্তিপত্র অনুযায়ী তিন মাস আগে ইকবাল কে জানায়, যে দোকান ছেড়ে দিবো আমার টাকা ফেরত দেন কিন্তু টাকা ফেরত দিবে দিবে বললেও এখন বলে পারলে আদায় করে নিস। একথা শুনে আমি ঢাকুরিয়া বাজার বনিক সমিতির সভাপতির নিকট অভিযোগ করলে। ইকবাল স্থানীয় মহিলা ইউপি সদস্যা সোনিয়ার স্বামী হওয়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে, কোন কিছু বললে বউয়ের প্রভাব দেখায় এবং এলাকার মানুষ কে মানুষ মনে করেন না। সম্প্রতি গত ২৬ শে ফেব্রুয়ারি ইকবাল এর টাকা দেওয়ার দিন সেদিন আমার ভাতিজা কে পাঠালে তাদের কে বেধড়ক মারধর করে এখন উল্টো টাকা না দিয়ে এখন আমার নামে মনিরামপুর থানায় চাদাবাজির অভিযোগ করেছে মহিলা ইউপি মেম্বার সোনিয়ার স্বামী ইকবাল।
    চা দোকানি শফিকুল আরো জানান ইকবালের সন্ত্রাসী কার্যকলাপে আমি পরিবার শংকিত হয়ে আছি, চা দোকানি শফিকুল জামানতের টাকা ফেরত পেতে ও পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

    আরও খবর

    Sponsered content