• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আমাদের পরিবার

    ইসলামি কবিতা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে

      লেখক মোঃ আঃ রহিম জয় ৪ মার্চ ২০২৩ , ৭:৩৯:৩০ প্রিন্ট সংস্করণ

    ফজর দিয়ে দিন শুরু আর এশা দিয়ে শেষ,
    আল্লাহ তালার বিধান দিয়ে দিন চলে যায় বেশ।
    সাত বছরে নামাজের শিক্ষা, দশ বছরে বাধ্য,
    নামাজ ছাড়া মুক্তি পেতে নেই যে কারো সাধ্য।
    কিয়মতের কঠিন দিনে থাকবে না কেউ ভালো,
    নামাজ হবে পথের দিশা আধারে আলো।
    সুখের আশায় পরকালে জান্নাত মোদের দাবি,
    জান্নাতেরই দরজা খুলেতে নামায হবে চাবি।
    শুণ্য হয়ে পড়ে রবে নামাযহীন কর্ম,
    তেমনি ভাবে বৃথা যাবে বেনামাজীর ধর্ম।
    নামাজ নিয়ে চিন্তা যার আছে হৃদয় জুড়ে,
    নামাজ তাকে বাচিয়ে রাখবে অন্যায় থেকে দুরে।
    অযু দিয়ে পবিত্র আর নামাজ দিয়ে মুমিন,
    কিয়ামতে মুছিবতে পেয়ে যাবে যামিন।
    আজান হলে মসজিদে যাও, নামাজে হও গভীর, হেলায় খেলায় ছাড়লে নামাজ হয়ে যাবে কাফির।
    রোজ হাশবে প্রথম প্রশ্ন নামাজ পড়েছো নাকি?
    নামাজ ছাড়া আমলনামা সবই হবে ফাকি।
    মৃত্যূর পরে হিসাব হবে হাদিসেতে রয়,
    পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে নেইতো কোন ভয়।

    আরও খবর

    Sponsered content