• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    নিরাপত্তার সাথে ক্যাম্পাসে ফিরলেন ভুক্তভোগী ফুলপরি

      ইবি প্রতিনিধি : ৪ মার্চ ২০২৩ , ৭:৩০:৫৬ প্রিন্ট সংস্করণ

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রীকে অমানবিক নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ফুলপরি খাতুন নিরাপত্তার সাথে ক্যাম্পাসে ফিরেছেন। শনিবার (০৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় পাবনা ও কুষ্টিয়া জেলা পুলিশের কঠোর নিরাপত্তায় ক্যাম্পাসে ফিরেন ভুক্তভোগী ও তার বাবা আতাউর রহমান।

    জানা যায়, এর আগে বুধবার (১ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদেশে অস্থায়ীভাবে বহিষ্কার হয় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ ৫ জন। হাইকোর্ট আরো নির্দেশ দেন ভুক্তভোগী ফুলপরি যে হলে থাকতে চাই সে হলের আবাসিকতা দেওয়ার। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ফুলপরি ক্যাম্পাসে ফিরেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকতে ইচ্ছে পোষণ করেন।

    এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. শাহদৎ হোসেন আজাদ বলেন, পাবনা এবং কুষ্টিয়া পুলিশের মাধ্যমে তাকে নিরাপত্তার সাথে ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। তার সাথে ছিলেন সহকারী প্রক্টর শাহাবুব আলম। ক্যাম্পাসে এসে ফুলপরি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকতে ইচ্ছা পোষণ করেন। আমরা হল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এখন প্রক্রিয়া চলমান রয়েছে।

    আরও খবর

    Sponsered content