• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    নিউজ প্রকাশের পর ইউএনওর নির্দেশে বাঙ্গালহালিয়াতে বাজারের ড্রেন পরিস্কারে মাঠে নেমেছে বাজার পরিচালনা কমিটি

      প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ৯:২২:০৯ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার রাজস্থলী:

    সারাদেশে ন্যায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া বাসী ও বাঙ্গালহালিয়া বাজারে উপর দিয়ে হাটু সমান পানি উঠে বাজারের অধিকাংশ দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ বাজারের পাশ ঘেঁষে দক্ষিনেশ্বর কালী মন্দিরের পিছন দিকের বসবাসরত পরিবার গুলো পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে পরিবার গুলো।গত শুক্রবার স্থানীয় সহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় নিউজ প্রকাশের পর ইউএনওর নির্দেশে বাঙ্গালহালিয়াতে বাজারের ড্রেন পরিস্কার মাঠে নেমেছে বাজার পরিচালনা কমিটি।
    বাজার পরিচালনা কমিটির সভাপতি পুলক চৌধুরী বলেন বাঙ্গালহালিয়া একটি ঐতিহাসিক বাজার। বিশেষ করে রাজস্থলী উপজেলা, বান্দরবান সদর, পদুয়া রাজারহাট, রাঙ্গামাটি, চট্রগ্রাম যাতায়াতের একমাত্র মধ্যস্থল । বাজারটির উপর দিয়ে দৈনিক লোকজন আসা যাওয়া সহ শত শত যানবাহন চলাচল করে। তাই বর্ষা মৌসুমে বিশেষ করে বাজারের নালা – ড্রেন গুলো পরিষ্কার না করায় জলবদ্ধতার একটি অংশ বলে মনে করেন।তাই নিবার্হী কর্মকর্তার নির্দেশে গত দুই দিন ধরে বাজারে ড্রেন গুলো পরিষ্কার উদ্যোগ হাতে নিয়েছে বলে জানান। তবে বাজারের ড্রেন গুলোতে প্রচুর পরিমাণের ময়লা আবর্জনা ভরা ছিলো বলে দাবি করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমার মাধ্যমে বিষয়টি অবগত হলে বাঙ্গালহালিয়া বাজারের ড্রেন গুলো পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছি এবং বাঙ্গালহালিয়া বাজারে বান্দরবান বাস কাউন্টারে সামনের একটি কালভার্ট নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জন্য রাঙ্গামাটি সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট অনুরোধ করেছেন বলে জানান।
    এদিকে বাঙ্গালহালিয়া বাজারে অবৈধ ফুটপাত বেদখলের বিরুদ্ধে এবং সরকারি খাস জায়গা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জন রাঙ্গামাটি পার্বত্য জেলা মাননীয় জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

    আরও খবর

    Sponsered content