• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    ছাতকে পুরুষ শুন্য ভাশখালা মহল্লা

      সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধি: ৫ মার্চ ২০২৩ , ১১:৫০:৩৭ প্রিন্ট সংস্করণ

    ছাতক পৌরসভার ভাশখালা ও কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামবাসীর মধ্যের সংঘর্ষের ঘটনায় ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার থানায় এ মামলা দায়ের করা হয়। গত বুধবার রাতে দু” গ্রামবাসীর সংঘর্ষে সাইফুল আলম নামের একব্যাক্তি নিহত হন। তিনি হরিষপুর-মুক্তিরগাঁও গ্রামের মৃত চমক আলীর পুত্র ।
    ঘটনার ৩ দিন পর নিহতের চাচা, কালারুকা ইউনিয়নের হরিষপুর গ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র ফারুক আলী বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে ছাতক থানায় (নং ০২/৪১ (০৩) ২৩ ইং এ মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই মোশাররফ হোসেন জানান, ঘটনার রাতে ১৯ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।ঘটনার দিন থেকে অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। আসামিদেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
    মামলায় প্রধান আসামি করা হয়েছে ভাশখালা মহল্লার মবু মিয়ার পুত্র, ছাতক পাথর ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি সামছু মিয়াকে। ঘটনার রাতে পুলিশের হাতে আটক ১৯ জন, বাশখালা মহল্লার আজাদ মিয়ার পুত্র শাকিব মাহমুদ, আলী কাওছার, তাহির আলীর পুত্র দুলন মিয়া, ইউসুফ আলীর পুত্র রাসেল মিয়া, আলকাব আলীর পুত্র মামুন আহমদ, মুক্তার আলীর পুত্র জুবায়েল আহমদ ইমনসহ মোট ৫২ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে।
    এদিকে ঘটনার পর থেকেই বাঁশখালা মহল্লার লোকজন পালিয়ে গেছেন। পুরুষ শুন্য হয়ে পড়েছে মহল্লাটি। তারা গ্রেফতার এড়াতে পালিয়েছে গেছেন। বুধবার রাতে ঘটনার পর পুলিশ পৌর শহরের বাঁশখালা মহল্লায় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করলে মহল্লা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এরপর থেকে গরু, ছাগলসহ মালামাল নিয়ে অনেকেই স্ব-পরিবারে গ্রাম ছেড়ে চলে গেছেন। কয়েকটি পরিবারে মহিলা ও শিশু ছাড়া আর কেউ নেই। পুরুষরা গ্রাম ছাড়ছেন গ্রেফতার এড়াতে। ছাতক থানার অফিসার ইনিচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, হত্যা ও মারামারির ঘটনা নিয়ে এলাকায় যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এ ব্যাপারে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। আসামিদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content