• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    জীবন্ত কিংবদন্তি জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ’র আজ ৭৬ তম জন্মদিন

      প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ১২:১১:৫৯ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    বাংলাদেশ বেতারের বাংলা ধারাভাষ্যের আলফাজ উদ্দিন আহমেদ এ দেশের বাংলা ধারাভাষ্যের কিংবদন্তি কণ্ঠ প্রায় চার দশক ধরে শ্রোতা নন্দিত এই ক্রীড়াভাষ্যকার বাংলা

    ধারাভাষ্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বয়স ৭৫ পেরিয়ে গেলেও কণ্ঠে এখনো সেই পুরনো তারুণ্যের ছাপ ধরে রেখেছেন অবিশ্বাস্য ভাবেই।

    আশির দশকের শুরুতেই যুক্ত হয়ে ছিলেন বাংলাদেশ বেতারে। এরপর শুধুই ইতিহাস। দেশ এবং দেশের বাইরের ক্রীড়াঙ্গনের সুপার হিরোদের গল্প উঠে এসেছে তাঁর কণ্ঠে। দেশের বঙ্গবন্ধু স্টেডিয়াম কিংবা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সব জায়গা থেকেই খেলার বাংলা ধারাভাষ্য শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছেন এই কালজয়ী দেশ বরেণ্য ক্রীড়া ধারাভাষ্যকার। তাঁর হাত ধরেই পরবর্তীতে এদেশের অসংখ্য তরুণ নিজেকে ধারাভাষ্যকার হিসেবে গড়ে তুলেছেন।

    স্বনামধন্য ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ’র আজ জন্মদিন। আলফাজ উদ্দিন আহমেদ বিগত ১৯৪৭ সালের ১৫ অক্টোবর আজকের এই দিনে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। আলফাজ উদ্দিন আহমেদ’র তার পিতা-মৌলভী আশরাফ উদ্দিন আহমেদ, মাতা-কানিজ রসুল, স্ত্রী-মমতাজ ফাতেমা, ছেলে-আশিক আহমেদ, মেয়ে-ফারিয়া নুসরাত। তিনি বিগত ১৯৬৩ সালে এস.এস.সি, ও ১৯৬৫ সালে এইচ. এস. সি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক রুপালী ব্যাংকে উচ্চ পদে চাকুরী জীবন শুরু করেন।

    ১৯৮১ খ্রি. সালে বাংলাদেশ বেতারের ক্রীড়া ভাষ্যকার হিসেবে অডিশনের মাধ্যমে তালিকাভুক্ত হন। সেই থেকে আজ পর্যন্ত ক্রীড়া ধারাবিবরণী প্রদান করে আসছেন। তিনি গত ২০১১ সালে চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করেন। তার স্ত্রী মমতাজ ফাতেমা গৃহিণী, পারিবারিক ভাবে এই ক্রীড়া ভাষ্যকারের ১ ছেলে, ১ মেয়ে রয়েছে।

     

    কিংবদন্তি এই ধারাভাষ্যকার আছেন বাংলাদেশ বেতারের সাথে বিশ্বকাপ ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ বেশ কিছু ম্যাচেই বাংলাদেশ বেতারের শ্রোতাদের মাঝে তাঁর সাবলীল ধারাভাষ্যের জাদুময় বর্ণনা শ্রোতাদের মাঝে অন্য রকম উন্মাদনা সৃষ্টি করেছে। আলফাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ক্রীড়া ধারাভাষ্যে পথিকৃত। যাদের হাত ধরে বাংলা ক্রীড়া ধারাভাষ্য জননন্দিত ও শ্রোতা জনপ্রিয়তা পেয়েছে তাদের অন্যতম হলেন আলফাজ উদ্দিন আহমেদ।

    আলফাজ উদ্দিন আহমেদ আত্মপ্রচার বিমূখ সাবেক উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা, মিষ্টভাষী, সদালাপী, নিরংহকারী, জুনিয়দের প্রতি সব সময় সহযোগিতার মানসিকতা, অত্যন্ত সজ্জন এ আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার। যাদের ক্রীড়া ধারাবর্ণনা তৎকালীন ‘বাংলাদেশ রেডিওতে’ বর্তমানে বাংলাদেশ বেতারে শুনেছি মন্ত্র মুগ্ধের মতো। যার কথা, উচ্চারণ, বাচনভঙ্গি, জাদুকরী শব্দ চয়নে এক অনন্য প্রশংসার অধিকারী। বেতারে ধারাভাষ্য মাইক্রোফোন অভিষেক হয়ে ছিল ধারাভাষ্যের অন্যতম দিকপাল প্রয়াত মো. মুসা’র সাথে।

    এই ক্রীড়া ধারাভাষ্যকারের শুভ জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তারা হলেন-কুমার কল্যাণ, বোরহান উদ্দিন মোল্লা, কাজল সরকার, মিজানুর রহমান চঞ্চল, মোহাম্মদ কামরুজ্জামান, মো. সামসুল ইসলাম, শম্ভু মৈত্র, মির্জা মো. ফরিদুল ইসলাম, আইনুল হক, মো. আমানুল্লাহ আমান, আমিনুল ইসলাম রানা, ইয়াছিন উল্লাহ শিশির, মো. সাইদুর রহমান সাফিন এবং বেতার শ্রোতা সংগঠক এম. জুলফিকার আলী ভুট্টোসহ আরও অনেকে।

    দৈনিক ব-দ্বীপ বাংলাদেশ এর সাথে আলাপকালে প্রয়াত নূর আহমেদ, আব্দুল হামিদ, মঞ্জুর হাসান মিন্টু, খোদা বক্স মৃধা, মোহাম্মদ মুসা, শামীম আশরাফ চৌধুরী, ড. সাঈদুর রহমান, মোহাম্মদ কামরুজ্জামান, মো. সামসুল ইসলাম, কুমার কল্যাণ ও কাজল সরকার প্রমুখ ভাষ্যকারদের নাম উল্লেখ করেন।

    বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদের জন্মদিনে নতুন প্রজন্মের বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার মো. সামসুল ইসলাম বলেন, আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্য জগতের লিজেন্ড। আমি তাকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করার অনুরোধ জানাচ্ছি।

    শুভ জন্মদিন জীবন্ত কিংবদন্তি বিশিষ্ট জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ ৭৬ তম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, আপনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, মহান আল্লাহ পাক আপনার সহায় হোন। শুভ জন্মদিন।

    আরও খবর

    Sponsered content