• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা বিকল্প নেই চেয়ারম্যান আমিরুল

      নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ ৫ মার্চ ২০২৩ , ১:২৯:৪৯ প্রিন্ট সংস্করণ

    গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের একাধিক বারের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল বলেছেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের তত্বাবধানে আয়োজিত নন্দিরগাওঁ ইউনিয়ন প্রিমিয়ার লীগ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস কামরুল হাসান আমিরুল আরো বলেন,
    সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিহার্য। খেলাধুলাকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে। তিনি বলেন অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের জীবনধারার মানের উন্নয়ন ঘটেছে, তা সন্দেহাতীত। তবে সেই পরিবর্তিত জীবনধারা যে আমাদের ক্রমশ যান্ত্রিক ও শ্রমবিমুখ করে ফেলছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এর ফলে প্রতিনিয়ত আমরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি, আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। শরীর ও মনের সমন্বয় ও ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে। ক্রীড়াবিদ আরিফ মাহমুদ শাহীনের সভাপতিত্বে ও নন্দিরগাওঁ ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুহান দে’র পরিচালনায় রবিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সালুটিকরস্থ মিত্রিমহল মাঠে নন্দিরগাওঁ ইউনিয়ন প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও নন্দিরগাওঁ ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ সদস্য এম,এ,মতিন, গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নন্দিরগাওঁ ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ সদস্য কামরুল হাসান, নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নন্দিরগাওঁ ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ সদস্য শামীম আহমদ, নন্দিরগাওঁ ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ আইয়ুব আলী,
    নন্দিরগাওঁ ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ সদস্য মিছবাহ আহমদ, শ্রী অলক চৌধুরী, ইব্রাহিম আলী,, সাজু আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ন‌ন্দিরগাঁও ইউ‌নিয়ন প্রিমিয়ার লীগ ২০২৩ এর অংশগ্রহনকারী আইকন গ্রুপ আঙ্গারজুর টিমের মা‌লিক বিলাল উদ্দিন চৌধুরী, লোকমান স্টাইকার্স টিম মালিক লোকমান হে‌কিম সিকদার,রানীগঞ্জ সুপার কিংস টিম মা‌লিক মখন মিয়া। রাজ ফাইটার্স সালু‌টিকর টিম মা‌লিক সোহান দে,পার‌ভেজ ভি‌ক্টো‌রিয়া টিম মা‌লিক পার‌ভেজ আহমদ, সানরাইজ বহর টিম মা‌লিক আব্দুল ক‌রিম না‌বিল,
    আহাদ সিক্সার্স টিম মা‌লিক আহাদ মিয়া ও
    র‌য়েল চে‌লেঞ্জার্স মি‌ত্রিমহল টিম মা‌লিক আ‌রিফ মাহমুদ শা‌হিন প্রমুখ।

    আরও খবর

    Sponsered content