• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    খুলনায় দাদা ম্যাচ ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

      এস এম আছাফুর রহমান, খুলনা জেলা প্রতিনিধি : ৬ মার্চ ২০২৩ , ৬:৫১:৫৯ প্রিন্ট সংস্করণ

    খুলনায় দাদা ম্যাচ ফ্যাক্টরিতে সোমবার  ৬ মার্চ সন্ধ্যায় আনুমানিক সাতটার দিকে রুপসা নদীর তীরে অবস্থিত ফ্যাক্টরির ভিতরে পরিতক্ত একটি কক্ষের কেমিক্যাল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। খুলনা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানা গেছে আগুন লাগার খবর পেয়ে সেখানে বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ছুটে যায় ।এর মধ্যে খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ও সদর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ছিল। এ দলের নেতৃত্বে ছিলেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক

    মোঃ তানহারুল ইসলাম। তিনি বলেন এক ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি এখন ডাম্পিংয়ের কাজ চলছে এখানে গোডাউন সালফার রক্ষিত ছিল তাতে আগুন লেগে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এবং এলাকার জনসাধারণ এর অক্সিজেন এর সংকট অনুভব করে। এবং সেখানে খুলনার স্বাস্থ্যসেবা নামে একটি নতুন সংগঠন মাক্স বিতরণ করে স্বাস্থ্য সেবার
    সভাপতি- এস এম. আছাফুর রহমান জানা যায়, তবে কি কারনে আগুন লেগেছে বা কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে । তিনি আরো বলেন কারখানার আগুনের ধোঁয়া নদীর চর রূপসা হাজী মহসিন রোড সহ আশেপাশের সকল এলাকায় ছড়িয়ে পড়েছে। খুলনা নগরীর রূপসা নদীর তীরে ১৮ একর জমির উপরে কারখানা টি চালু করে ১৯৯৩ সালের শেষের দিকে ।কারখানাটি ব্যক্তি খাতেই ইজারা দেয়া হয় এবং ২০১০ সালের পহেলা ফেব্রুয়ারি তে উৎপাদন ১৮ আগস্ট কারখানাটি বন্দর ঘোষণা দিয়ে সব শ্রমিক কর্মচারীদের ছাটাই করে। এরপর থেকে শ্রমিক কর্মচারীরা কারখানাটির বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রণে নিয়ে চালু ও বকেয়া পাওনা পরিষদের জন্য আন্দোলন শুরু করেন। শ্রমিকরা এক পরিস্থিতিতে ২০১১ সালে খালিশপুরের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারখানাটি চালুর ঘোষণা দেন ।ওই বছর ২৩ মার্চ শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে খুলনা জেলা প্রশাসক কারখানাটির স্থাবর অস্থাবর সম্পত্তি বুঝে নেন।

    আরও খবর

    Sponsered content