• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    পঞ্চগড়ের নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যাদির দাম আকাশচুম্বী, দিশেহারা লোকজন

      বিপ্লব, পঞ্চগড় জেলা প্রতিনিধি: ১১ মার্চ ২০২৩ , ২:৫৫:৫২ প্রিন্ট সংস্করণ

    ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশে দিন বদলের পালা হলেও পঞ্চগড়রের লোকজনের ভাগ‍্য বদলের কোন পরিবর্তন ঘটেনি। গোটা পঞ্চগড়ে নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যাদির দাম দিন দিন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছেই। কিন্তু বৃদ্ধি পাচ্ছেনা তাদের আয়। যেখানে হাইব্রিড বেগুন ছিলো ১ কেজি ১০ টাকা সেখানে দাম বেড়ে হয়েছে প্রতি কেজি ৩০ টাকা,,ঢেপা বেগুন ১০ টাকা কেজি ছিলো দাম বেড়ে হয়েছে ৪০ টাকা,, করলা প্রতি কেজি ছিলো ৪০ টাকা কেজিতে দাম বেড়ে হয়েছে ৮০ টাকা। বিপাকে পড়েছে মধ‍্যবিত্ত ও নিম্ন আয়ের লোকজন। এক প্রকার তরকারি দিয়ে তিনবেলা ভাত খাওয়া কষ্টকর ব‍্যাপার হয়ে দাড়িয়েছে।এমনি পঞ্চগড়ের অন্যান্য উপজেলায় হতে সকল পর্নেরসহ কাচাঁমালের দাম বেশী তারও আয় রোজগার সাধারণ লোকের কর্মহীন, গ্রামাঞ্চলে অনেক পরিবারকে ক্ষেত বা খালের পাড় থেকে কচুসহ বিভিন্ন শাঁক এনে রান্না করে খেতে দেখা যাচ্ছে। কাঁচামাল, মাছ, গোশত, দুধ, ওষুধ, কনফেকশনারী খাবার, কসমেটিকস, কাপড় সহ নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যাদির দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পঞ্চগড়ের সাধারণ লোকজন। এ ব‍্যাপারে বাজার নিয়ন্ত্রণে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন আপনারা বাজার মনিটরি মাধ্যমে সামনে রোজার মাস দ্রব্যমুলের দাম যেন লাগামহীন না হয়, বাজার মনিটরি একান্ত প্রয়োজন।

    আরও খবর

    Sponsered content