• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    ইবি ভিসির অডিও ফাঁস, নৈপথ্যে কারা চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন

      ইবি প্রতিনিধি : ১২ মার্চ ২০২৩ , ১০:২৪:৩৮ প্রিন্ট সংস্করণ

    সম্প্রত্তি  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের অডিও ক্লিপ ভাইরালের ঘটনায় বিষয়গুলো সামাগ্রীকভাবে খতিয়ে দেখে এসবের নেপথ্যের মানুষদের চিহ্নিত করে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। রবিবার (১২ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপন সূত্রে, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে আহবায়ক ও আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট ড. নাঈম মোরশেদকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হলেন আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক মিজানুর রহমান ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদেক আলী।

    প্রজ্ঞাপনে বলা হয়, বিগত ২-৩ সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন, শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নামে অনেক ক্ষেত্রে অডিও, ভিডিও ধারণ করে ফেক আইডি খুলে তা গণমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল মিডিয়া ও পত্র-পত্রিকায় প্রচার করা হয়েছে। কখনও কখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাইক বাজিয়েও এ ধরনের প্রচারণা চালানো হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। একইসাথে বিষয়গুলো সামাগ্রীকভাবে খতিয়ে দেখে এসবের নেপথ্যের মানুষদের চিহ্নিত করে যথাশীঘ্র গঠিত তদন্ত কমিটিকে একটি প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দিতে বলা হয়েছে।

    কমিটির আহবায়ক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, আজকে চিঠি পেয়েছি। কমিটির সদস্যদের সাথে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content