• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    খেলার মাঠ সংস্কারের উদ্বোধন করলেন মাশরাফি

      প্রতিনিধি ১৫ জুন ২০২৩ , ১২:২৬:২০ প্রিন্ট সংস্করণ

    মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

    নড়াইলে যে মাঠ থেকে খেলা শিখে ক্রিকেট অঙ্গনে রাজত্ব করেছেন সেই মাঠ সংস্কারের কাজের উদ্বোধন করলেন এমপি মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে এ কাজের উদ্বোধন করেন তিনি। নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠটি মাশরাফির বাড়ির গা ঘেষেই অবস্থিত।

    মাঠ সংস্কার কাজের উদ্বোধন শেষে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, আশা করছি এই মাঠ থেকে নতুন ক্রিকেটারসহ অন্যান্য খেলোয়াড় তৈরি হবে। তরুণ প্রজন্ম খেলাধূলায় আরো বেশি আকৃষ্ট হবে।

    আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি আরও বলেন, নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠেই আমার ক্রিকেট খেলার হাতেখড়ি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এ মাঠকে ঘিরে।

    নড়াইলে আরও কয়েকটি মাঠ থাকলেও ক্রিকেট খেলার উপযোগী এ মাঠটি। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মাঠটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করি। কিন্তু সরকারি মাঠ হওয়ায় কিছু অফিসিয়াল জটিলতার কারণে বিলম্ব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসায় মাঠটি উন্নয়নের জন্য প্রাথমিকভাবে ২৫ লাখ টাকা দিয়ে সংস্কার কাজ শুরু করেছি। সামনে আরো ২৫ লাখ টাকা বরাদ্দ হবে। মাঠটি পুরোপুরি উন্নয়ন করতে কমপক্ষে এক কোটি টাকা প্রয়োজন। এ কাজে যে কেউ এগিয়ে আসতে পারেন। আশা করি আগামি জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে মাঠের কাজ শেষ হবে। এ মাঠ থেকে নতুন ক্রিকেটারের জন্ম হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা অফিসার হায়দার আলী, এনডিসি মুহাম্মদ আছিফ উদ্দীন মিয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রফিট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

     

    আরও খবর

    Sponsered content