• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    ২ এপিবিএন কর্তৃক ২৫ টি হারিয়ে যাওয়া মোবাইল সহ ভুলক্রমে বিকাশে চলে যাওয়া টাকা উদ্ধার

      প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৩ , ১২:২৮:১২ প্রিন্ট সংস্করণ

    ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

    মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার পূর্বক মালিকের নিকট হস্তান্তর। ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় হারিয়ে যাওয়া মোবাইল ও ভুলক্রমে বিকাশে চলে যাওয়া টাকা উদ্ধার। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ২ এর অধিনায়ক আলী আহমদ খান অতিরিক্ত (ডিআইজি)এএসআই রবিউল করিম সিকদার এর তৎপরতায় মোবাইল হারানো সংক্রান্তে জিডি যথাক্রমে ১। বাকলিয়া থানার জিডি নং-১২৪৭, ২। সাতকানিয়া থানার জিডি নং-৮২০, ৩। সাতকানিয়া থানার জিডি নং-৫৮৭, ৪। কচুয়া থানায় জিডি নং-৪৭৩, ৫। রাঙ্গুনিয়া থানায় জিডি নং-৯৯৬, ৬। সন্দীপ থানার জিডি নং- ১০৫৯, ৭। সোনাগাজী থানায় জিডি নং-৫৩৮, ৮। সেনবাগ থানার জিডি নং-৪৩৩, ৯। ফেনী মডেল থানার জিডি নং-২৪৮, ১০। কামরাঙ্গীরচর থানার জিডি নং-১৩৪৫, ১১। কাশিয়াডাঙ্গা থানার জিডি নং-৭১৬, ১২। কাশিয়াডাঙ্গা থানার জিডি নং-৭১৭, ১৩। লোহাগাড়া থানার জিডি নং-৪৮০, ১৪। হালিশহর থানার জিডি নং-৮২৪, ১৫। ফতুল্লা থানার জিডি নং-২৩৮, ১৬। গুলশান থানার জিডি নং-১৪৬০, ১৭। উখিয়া থানার জিডি নং-১১৮, ১৮। বায়েজিদ বোস্তামী থানার জিডি নং-১৭৮৯, ১৯। হাটহাজারী থানার জিডি নং-১৮৮৩, ২০। শাহবাগ থানার জিডিনং ৮৭৫, ২১। কোতয়ালী থানার জিডি নং-১০১৩।

    ২২। পাহাড়তলী থানার জিডি নং-৫৬২, ২৩। চর জব্বর থানার জিডি নং-৪১, ২৪। লামা থানার জিডি নং-৬৪৯, ২৫। সবুজবাগ থানার জিডি নং-৫১৫, কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/ সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম (মেটা-৪/৫/৬) কর্তৃক (Realme 7 pro, Moto G31, Redmi 8A, Vivo Y21, Realme, Lenovo K 13 Note, Vivo V23, Redmi Note 11 pro, Sumsung M31, Iphone 7plus, Infinixhot11s, Vivo Y20. Vivo Y16. Vivo Y21. M21, Sumsumg galaxy c9 pro, Realmi RMX 2195, Huawei Vne-Lx2, Poco M3, One Plus note ce2, Poco x3, Xiami, Realme Narzo 50, Hot 121, Sumsumg A52 ) সর্বমোট ২৫ টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্তে ১। সোনাইমুড়ী থানার জিডি নং- ৭০১, ২। বান্দরবান সদর থানায় জিডি নং-৯৯৩।

    ৩। বান্দরবান সদর থানায় জিডি নং-১০৪১ মূলে ভিকটিমদের বিকাশ নম্বর হতে টাকা প্রেরণ করার সময় ভুলক্রমে অন্য নম্বরে চলে গেলে ২ এপিবিএন মেঘলা, বান্দরবান সাইবার ক্রাইম সেল উক্ত নম্বরসমূহের পরিচয় সনাক্ত করে যথাক্রমে ২০,৪০০/- টাকা,১৫,০০০/- টাকা ও ৩,০৩০/- টাকা উদ্ধার করে। পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) আমিনুল ইসলাম মহোদয়গণের নিকট হতে ইং ১০/১১/২০২৩ তারিখে বিভিন্ন ব্রান্ডের ২৫টি মোবাইল ফোনসহ বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৩৮, ৪৩০/- (আটত্রিশ হাজার চারশত ত্রিশ) টাকা প্রকৃত মালিকগণ গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প কমান্ডার (পুলিশ পরিদর্শক) শওকত আলী।

    আরও খবর

    Sponsered content