• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    পৃথিবীতে আমরা কেন এসেছি বা আল্লাহ কেন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন

      মো : জাহেদুল ইসলাম আল রাইয়ান ১৮ মার্চ ২০২৩ , ৩:৩০:৩১ প্রিন্ট সংস্করণ

    পৃথিবীতে আমরা কেন এসেছি বা আল্লাহ কেন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন,এই বিষয় টা যদি ভালভাবে নিজের মাঝে ধারন করা বা জানা যায় তাহলে অনেকাংশে দুনিয়াবি অনেক চাওয়া ও অপ্রাপ্তির কষ্ট নিমিষেই দূর হয়ে যাই।কারন আমাদের তো জানাই আছে দুনিয়াটা হলো পরিক্ষাগার। এখানে সবকিছু সবসময় চাইলেই পাওয়া যাবে না। এই দুনিয়াকে মানুষের জন্য সৃষ্টিই করা হয়েছে কষ্ট বা কঠিন বিষয় দিয়ে। কারন কষ্টকর বস্তু না থাকলে তো পরিক্ষায় হবে না। তাই জীবনে বারবার বিপদ, দুঃখ-কষ্ট, বেদনা, মন খারাপ করার মত অসংখ্য ঘটনা ঘটবে। এইসব কে পরিক্ষার অংশ মনে করলে অনেকটা সহজ হয় চলার পথ।আরেকটা বিষয়, এই জগতের সবাই প্রতিমুহূর্তে পরিক্ষা দিচ্ছে। কেউ পরিক্ষা দিচ্ছে হাসি বা আনন্দ দিয়ে কেউবা দিচ্ছে দুঃখ-কষ্ট দিয়ে। একেকজনের পরিক্ষার ধরন একেকরকম।

    তাই সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা না করে কিভাবে নিজের পরিক্ষায় ভালভাবে পাশ করা যায় সেই দিকে খেয়াল রাখা উচিত। আরো মনে রাখা উচিত কিভাবে রবের সন্তুষ্ট লাভ করে জান্নাত নামক সেই আরাধ্য প্রিয় জায়গায় নিজেকে নেয়া যায় সেইভাবে নিজেকে প্রস্তুত করা। আল্লাহ আমাদের কে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। আমাদের দিক ভ্রান্ত মানুষদের সঠিক পথ দেখানোর জন্য রহমত হিসেবে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, . وما ارسلنك إلا رحمة للعالمين” হে রাসূল, নিশ্চই আমি আপনাকে জগতসমুহের রহমত করেই প্রেরণ করেছি”।

    হে আল্লাহ আমাদেরকে রাসুলুল্লাহ সাঃ এর পথে পরিচালিত করোন।(আমিন)

    আরও খবর

    Sponsered content