• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    সাতকানিয়া অমানবিক নির্যাতনে আত্যহত্যা চেষ্টা প্রবাসী স্ত্রী ডেজি তিন সন্তানের জননী

      নিজস্ব প্রতিবেদক ১৮ মার্চ ২০২৩ , ৬:৫৪:২১ প্রিন্ট সংস্করণ

    চট্রগ্রামের সাতকানিয়া তিন সন্তানের জননী প্রবাসী আনোয়ারের স্ত্রীর বসত বাড়ির পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, এবং সড়কে চলাচলরত অবস্হা টিরস্কারী ও করেন, শাহাদত ও তার গ্যাংবাহিনী, ভাশুর মোহাম্মদ আলী পুত্র শাহদতের অমানবিক ও পৈশাচিক নির্যাতনে জীবনের মায়া ত্যাগ করে আত্যহত্যার চেষ্টা করেন তিন সন্তানের জননী প্রবাসী আনোয়ারের স্ত্রী ডেজি আক্তার।

    সাতকানিয়া থানার অভিযোগ সূএ জানা যায় নলুয়া ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড়ের মুন্সি বাড়ীর মোহাম্মদ আলী( ৬০)পুত্র শাহাদত হোসেন (২৬) ও প্রবাসী আনোয়ার বাড়ি এক স্হানে হয়। সম্পর্কে মোঃ আলী চাচা, ও শাহাদত চাচাতো ভাই হয় প্রবাসী আনোয়ারের বিগত আটমাস পূর্বে বিদেশে পাড়ি দেওয়ার আগে নিজ স্ত্রী সন্তানদের জন্য আলাদা ঘর নির্মান করেন। সে ঘরে স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে নিয়ে সুখ, শান্তিতে জীবন যাপন করে আসছিল বহুবছর যাবৎ, বিগত কিছুদিন ধরে সে ঘরের উপর অসুভদৃষ্টি পড়ে ভাসুর আলী ও দেবর শাহাদত গংদের
    বিভিন্ন অজুহাতে প্রবাসীর স্ত্রী সাথে একের পর এক ঘঠনা করতে থাকে ভাশুর ও শাহাদত
    সর্বশেষ ০৩-০৩-২৩ ইং ইটপাটকেল দিয়ে ডেজি আক্তার”কে উপর্যপুরি আঘাত করলে স্হানীয় সালিশ বিচার দেন ডেজি আক্তার সে স্হানীয় মীমাংসার বৈঠক অমান্যতা করে অনুপস্হিত থাকলে শাহাদত নিকটস্থ থানায় লিখিত অভিযোগ দেন ডেজি আক্তার অভিযোগ দেওয়ার দীর্ঘসময় অতিবাহিত হয়ে গেলে লিখিত অভিযোগখানা কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাওয়ায় এবং আইন কোন প্রতিকার না পাওয়ায় দিন দিন চোখে মুখে হতাশার চাপ বেঁড়ে যাচ্ছে তিন শিশু সন্তানের জননী ভুক্তভোগী ডেজি আক্তার প্রবাসী আনোয়ারের স্ত্রীর।

    এচাড়া ও প্রবাসী আনোয়ার প্রবাস থেকে নিজের স্ত্রী সন্তানের ব্যাবহারের জন্য অন্য প্রবাসী দ্বারা গুরুত্বপূর্ণ কিছু চালান পাঠান। চাঁচত ভাই হামিদের মাধ্যামে চালানী জিনিসপত্র প্রবাসী হামিদ তাদের বাড়িতে নিয়ে পৌঁছালে তাদের দেখে অপকর্মের সাথে লিপ্ত শাহাদতগংরা তাদের অশ্লীল ভাষায় গালাগাল করে তেড়ে আসে তাদের মারার জন্য এসময় চালান বহন কারী হামিদ প্রতিবাদ করলে তাকে অপমান সহ্য করে শরীরের বিভিন্ন স্হানে আঘাত নিয়ে ফিরতে হয় নিজ বাড়িতে এই বিষয়ে হামিদ বলেন মানবতার দৃষ্টি থেকে একজন প্রবাসী অন্য প্রবাসীর জিনিস পত্র সুদূর বিদেশ নিজ খরছে চালান নিয়ে আসেন সে চালান আনার কারনে যদি এই ভাবে অপমান করে শরীরে আঘাত পেতে হয় তা হলে ভবিষ্যতে এক প্রবাসী অন্য প্রবাসীর প্রতি সহানুভূতিশীলতা হ্রাস পাবে বলে মনে করেন তিনি।

    মদগাজাঁ ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত থাকতে বললে নলুয়ার চেয়ারম্যান লিয়াকত আলীকে চট্রগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের কার্যলয়ে ঘুম খুন হুমকি প্রদর্শন করে।

    নেশা গ্রস্হ অবস্হায় শাহাদত মাতলামী করে সড়কে দিয়ে যাতায়াতকারী নারীদের উত্তাক্ত করার প্রতিবাদ করলে সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক নুর হোসেন”কে শরীর বিভিন্ন স্হানে মারধর করে মাটিতে লুঠিয়ে ফেলে স্হানীয় জনসাধারন এগিয়ে আসলে স্হান ত্যাগ করে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের লিডার শাহাদত ও তার বাহিনী।

    কেরানীহাটের ব্যাবসায়ী আবদুল মালেক বাড়ি ফেরার সময় শাহাদত কিশোরগ্যাঁং বাহিনী নিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অনিহা প্রকাশ করলে বেদড়ক মারধর করে জোরপূর্বক পকেট থেকে মোবাইল ও টাকা চিনিয়ে নেন। ঐ সময় পথচারী এগিয়ে আসলে পালিয়ে যায় চিন্তাকারী শাহাদত তার বাহিনী কিশোরগ্যাংরা যাওয়ার সময় মোবাইল টাকা চিন্তাই ও মারধরের ঘঠনা মুখ বুঝে সহ্য করতে শাসিয়ে যান এবং কাহাকে বললে তোকে জানে মেরে ফেলব বলে হুমকি দেন ও সময় আইনশূঙখা বাহিনী পুলিশ প্রসাশনকে উদ্দেশ্য করে অক্ষত ভাষায় গালিগালাজ করে, বলেন কোন পুলিশ প্রসাশনকে মূল্যয়িত করার সময় নেই তার” বলে জানান বিচার প্রার্থী ব্যাবসায়ী আবদুল মালেক
    ও উপস্হিতি জনসাধারণ।

    এই বিষয়ে আবদুল মালেক বাদী হয়ে সাতকানিয়া থানায় ০২-০৩-২৩ একটি লিখিত তিনজন বিবাদী করে অভিযোগ দায়ের করেন। ১ নং মোঃ খোকন (৩০) ২নং মোঃ শাহাদত (২৮) মোঃ ইরফান প্র মেসি(২৬) সর্ব সাং নলুয়া ০৩ নং ওয়ার্ড অভিযোগ দায়ের হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোন প্রতিকার পাননি ভুক্তভোগী বিচার প্রার্থী মালেক এই বিষয়ে তিনি অপরাধীদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

    দিনের শুরুতে সকাল ১০ টার সময় অহেতুক ভাবে নুরুল আলম ও মিজানকে মারধর করে প্রান নাশের হুমকি দেন এ-ই বিষয়ে ভুক্ত ভোগী মিজান বাদী হয়ে চীফ জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে একটি কাউন্টার মামলা দায়ের করেন যেটি এখনো চলমান রয়েছে বলে জানা গেছে।

    চাঁদা না দেওয়া নলুয়া রুস্তম পাড়ায় পাঁচটি বসতবাড়িতে অগ্নিসংযোগ করে এসময় চারটি বাড়ির আসবাপত্র সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়িয়ে যায়। যার ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য কয় এক লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

    গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী গরিব অসহায় হতদরিদ্র পরিবারে জন্য বরাদ্ধকৃত ঘর সাবেক ইউপি চেয়ারম্যান বাগিয়ে নিয়ে সেখানে মদ জোয়া ও নারীদের আমোশ পূর্তি করেন সে, তার চলনায় কেউ পা দিতে অশিকৃতি জানালে তাকে সহ্য করতে হয় অমানবিক নির্যাতন। কখনো নেতা কখনো ব্যাবসায়ী কখনো আইনশূঙ্খলা বাহিনীর সোর্স বলে পরিচয় দিয়ে থাকেন। এই সব নেমপ্লেট ব্যাবহার করে বিভিন্ন নারীদের প্রেমের ফাঁদে পেলে নিজ শয্যায় নিয়ে আসতো রুমের ভিতরে শয্যারত অবস্হায় যা কিছু করত সে অশ্লীল ভিড়িওগুলো তার গ্যাংবাহিনীদের দ্বারা ধারন করাত শাহাদত। ধারণকৃত ভিডিও তার কাছে সংরক্ষিত আছে বলে পরবর্তী তার শয্যাসায়ী হতে বাধ্য করা হত শয্যাসায়ী হতে অপারগতা জানালে ব্ল্যাকমইল করতে কোন রকম দ্বিধাবোধ করতো না শাহাদত।

    নিরহদের ফাঁসাতে গিয়ে নিজে ফেঁসে গিয়েছিলেন শাহাদত বিগতে কিছুদিন পূর্বে নিজের অপকর্ম ঢাকতে নিজের ব্যাবহারিত মোটরবাইক গাড়িতে নিজে আগুন ধরিয়ে পুড়িয়ে পেলে মানুষের চোখকে বিভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেও সফল হননি আইন প্রয়োগকারী সংস্হার তদন্ত উঠে এসেছিল নিজের গাড়িতে নিজে আগুন বিষয়টি

    ভুক্তভোগীদের ন্যায়বিচার ফিরিয়ে দিতে শাহদতের অপকর্মের ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যামে প্রচার করলে সে ক্ষিপ্ত হয়ে মকতেয়ার কুম দোকানে সম্মুখে সাতকানিয়া সংসদ সদস্য নেজাম উদ্দিন নদভী ও মানবতার দল সাতকানিয়া উপজেলা শাখার আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগ সাংগঠনিক সম্পাদক, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সহসভাপতি ইমরান ফরহাদকে উদ্দেশ্য করে অক্ষত ভাষায় গালাগালা করেন।

    সর্বদা বেপোরোয়া জীবন যাপনে অব্যাস্হ নেশাখোর শাহদতের কোন রাজনৈতিক দলের পদপদবী না থাকা শর্তেও কার চত্র চায়ায় থেকে এত অপকর্ম করে বেঁড়ান তা অনুসন্ধান কাজ করছে পত্রিকার অনুসন্ধানী দল প্রাথমিক অনুসন্ধান উঠে আসে শাহদতের বেপরোয়া জীবন যাপনের পিছনে বড় শক্তি হিসাবে কাজ করে নেশা দ্বিতীয় শক্তি তূনমূল রাজনৈতিক নেতা তৃতীয় অনুসন্ধান কাজ চলমান।

    নাম প্রকাশে অনিচ্ছুক সাতকানিয়া উপজেলার জনসচেতন মহলের মাঝে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। বহু মামলা ও অভিযোগে অভিযুক্ত শাহাদত গংদের এখনো আইনের আওতায় আনতে পারায় ক্ষোভসৃষ্টি হয়েছে সাতকানিয়া উপজেলা সচেতন মহল ও ভুক্তভোগী ন্যায়বিচার প্রার্থীদের মধ্যো তথ্য সুত্রে জানা যায়, শাহদতের এসব অপকর্মের বিরুদ্ধে স্থানীয় ও জাতীয়সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কোন অদৃশ্য শক্তির কারণে এখনো প্রশাসনের নজরে আসেনি সে চাঁদাবাজ শাহাদত গংদের।

    এদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানিয়ে প্রশাসনের উচ্চ মহলের সু দৃষ্টি কামনা করেন ভোক্তভোগী ও সচেতন সমাজ।

    আরও খবর

    Sponsered content