• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আন্তর্জাতিক

    কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুন

      এস এম রমজান আলী, চট্টগ্রাম ব্যুরো ১৯ মার্চ ২০২৩ , ৯:০০:৫২ প্রিন্ট সংস্করণ

    কক্সবাজারের উখিয়ার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হাফেজ মাহবুব (২৭) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটের দিকে বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/৭ ব্লকে এই ঘটনা ঘটেব । নিহত হাফেজ মাহবুব উখিয়ার থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৯ ব্লকের সৈয়দ আমিন ছেলে।

    উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন , ক্যাম্প ১২ এর জি/৭ ব্লকের সামনে সন্ত্রাসীরা হাফেজ মাহবুবকে গুলি চালায়। এতে দুই রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে। তাঁকে উদ্ধার করে প্রথমে এমএসএফ হাসপাতাল ও পরে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। ঐ রোহিঙ্গা আইনশৃঙ্খলাবাহিনীকে সহায়তা করায় তাকে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশ ও এপিবিএনের নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঐ রোহিঙ্গা প্রশাসন কে সহায়তা করায় তাকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি। এর আগে বৃহস্পতিবার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হাত-মুখ বাঁধা অবস্থায় মাহাবুর রহমান (৩৪) নামের এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) ভোরেও দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক খুন হন। গত কয়েকমাস ধরেই ক্যাম্পে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় ঘটেছে একাধিক মাঝি, সাব মাঝি ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা। এর মাঝে গত ৫ মার্চ বালুখালী এলাকার ১১ নম্বর ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এইসময় প্রায় ২ হাজার ঘরবাড়ি পুড়ে যায়। এবং গৃহহীন হয় কমপক্ষে ১২ হাজার রোহিঙ্গা। একের পর এক অপরাধ কর্মে সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে দিন পার করছেন বলে জানা যায়।

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: আন্তর্জাতিক

    কচি কাঁচাদের সাথে হোলির উৎসবে একাকার জননেতা শওকত মোল্লা

    কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ই, মার্চ ব্রিগেড ভরাট করার ডাক দিলেন তৃনমূল নেতৃত্ব

    পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজের খতিয়ান দিতে দুয়ারে উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

    যৌন কর্মীরা পাচারের শিকার নয, তারা চায় ন্যায় অধিকার, আজ দাবি তুললেন আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে

    ভারতের যৌন কর্মীরা চোরাবালি র শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটি র সেক্রেটারি বিশাখা

    প্রকৃতিক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করা হয় মগরাহাট পশ্চিমে