• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আন্তর্জাতিক

    নয়াপাড়ায় “বাল্যবিবাহ নিরোধ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন ও ত্বরান্বিত ” শীর্ষক কর্মশালা

      টি আই মাহামুদ, আলীকদম উপজেলা প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ১২:১৩:২০ প্রিন্ট সংস্করণ

    বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মী, প্রধান শিক্ষক, হেডম্যান, কারবারী (সর্দার) ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে “বাল্যবিবাহ নিরোধ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন ও ত্বরান্বিতকরণ শীর্ষক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২১ মার্চ) সকাল সাড়ে দশটায় ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা’র সঞ্চালনায় নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব বলেন, বাল্যবিবাহ রোধে সরকারের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সমাজের মানুষ ব্যাপক ভূমিকা রাখতে পারে। বাল্য বিবাহ সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রন্থ করে। তাই বাল্য বিবাহ রোধে সকলকে যার যার অবস্থানে স্বোচ্ছার হয়ে স্থানীয় হেডম্যান কারবারীদের মাধ্যমে জনসচেতনতা তৈরি করে সমাজ থেকে বাল্য বিবাহ নিরোধ করা সম্ভব বলেও তিনি জানান, একই সাথে শিশুদের জন্মনিবন্ধন সনদ নিশ্চিত করণে ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদের এসে শিশুদের জন্মনিবন্ধন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।প্রধান অতিথি জন্ম ও মৃত্যু সনদের গুরুত্ব সম্পর্কে বিষদ আলোচনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য বাবু দুংড়িমং মহাজন, আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন এমএ, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার চক্রবর্তী, লামা বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা আবুল কাসেম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রিজার্ভ হেডম্যান উক্যজাই মার্মা, নয়াপাড়া ইউপি সচিব আবু হানিফ রাজু এবং স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, প্রধান শিক্ষক, হেডম্যান, কারবারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পাড়াকর্মী’রা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: আন্তর্জাতিক

    কচি কাঁচাদের সাথে হোলির উৎসবে একাকার জননেতা শওকত মোল্লা

    কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ই, মার্চ ব্রিগেড ভরাট করার ডাক দিলেন তৃনমূল নেতৃত্ব

    পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজের খতিয়ান দিতে দুয়ারে উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

    যৌন কর্মীরা পাচারের শিকার নয, তারা চায় ন্যায় অধিকার, আজ দাবি তুললেন আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে

    ভারতের যৌন কর্মীরা চোরাবালি র শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটি র সেক্রেটারি বিশাখা

    প্রকৃতিক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করা হয় মগরাহাট পশ্চিমে