• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ‘নারী যেন পুরুষের প্রতি নির্ভরশীল না হয়’- কু‌জেন্দ্র লাল এম‌পি

      এ কে আজাদ, বি‌শেষ প্রতি‌নি‌ধিঃ ২০ মার্চ ২০২৩ , ১০:১৫:৩৩ প্রিন্ট সংস্করণ

    খাগড়াছড়ি সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী/অসহায়/প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

    সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।

    এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

    উপস্থাপনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম।

    এ উপলক্ষে আলোচনা খাগড়াছ‌ড়ি মহিলা কলেজে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, নারীরা পেছনে থাকা যাবেনা। একজন নারী সবকিছুতেই পরিপক্ক হই। কোন নারী যেন পুরুষের প্রতি নির্ভরশীল না হয়। নারীরা আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, শিক্ষা মানুষকে ক্ষুৎপিপাসা থেকে মুক্তি দেয় এবং আত্মার অকৃত্রিম আনন্দের স্বাদ দেওয়ার জন্য মানবসত্তার ঘরে নিয়ে যায়। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    আলোচনা সভার শেষে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ১০০ জন শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ৫০০ টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করেন।

    আরও খবর

    Sponsered content