• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বেতার শ্রোতা সংগঠক ও বেতার শ্রোতা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এসোসিয়েশন গড়ে তোলার জন্য মতবিনিময় সভা

      প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৪০:৪৬ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    বাংলদেশের বেতার শ্রোতা সংগঠক ও বেতার শ্রোতা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি এসোসিয়েশন গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর-২০২৩ খ্রি. শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঢাকার মিরপুরস্থ সিটি মহল চাইনিজ রেস্তোরায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

    উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশের সকল বেতার শ্রোতা সংগঠক ও শ্রোতা সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য যে, ইতোমধ্যে সারা দেশ থেকে প্রায় ৬৫ জন বেতার শ্রোতা সংগঠক উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।

    যারা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন তারা হলেন-মো. সাইদুর রহমান সাফিন (শরিয়তপুর), মো. ইব্রাহিম মাহমুদ (ঢাকা), মো. আজহারুল ইসলাম তামিম (কিশোরগঞ্জ), ইঞ্জিনিয়ার মো. মঞ্জুরুল আলম রিপন (ঢাকা), মিতু ফারিয়া (ঢাকা), মো. শাহাদত হোসেন (কিশোরগঞ্জ), শরিফা আক্তার পান্না (কিশোরগঞ্জ), মো. শাহীন আলী (রাজবাড়ী), রাশেদ আহমেদ (ঢাকা), মো. চাঁন মিয়া (সিলেট), আমিনুল ইসলাম রানা (ঢাকা), সাজ্জাদ হোসেন রিজু (ঢাকা), মো. সাগর মিয়া (কিশোরগঞ্জ), এ.টি.এম আতাউর রহমান রঞ্জু (রংপুর), আলী রেজা (চট্টগ্রাম), মো. বাবুল হোসেন (রাজশাহী), মো. উবাঈদুল হোসাইন আল সামি (যশোর) প্রমুখ।

    এতে আরও উপস্থিত থাকবেন- মো. সোহেল রানা হৃদয় (ঢাকা), মো. মুজিবুল হক (যশোর), ফারুক আহমেদ (কুড়িগ্রাম) এস.টি তাইজুল ইসলাম (নরসিংদী), খন্দকার এরফান আলী বিপ্লব (ঢাকা), তোয়াসিন হাসান (নারায়ণগঞ্জ), মো. আনোয়ার পারভেজ (বগুড়া), রওশন আরা লাবনী (ঢাকা), রওশন মুরাদ মুগ্ধ (ঢাকা), এম. আলম (ঢাকা), মো. শহিদুল ইসলাম সানি (কিশোরগঞ্জ), আরিফা আলম দোলন (নাটোর), এম. জামাল আহমেদ সুবর্ণ (ফরিদপুর), আলো আহমেদ (ফরিদপুর), বিধান চন্দ্র টিকাদার (গোপালগঞ্জ), আবু সাইদ (রাজশাহী), শাহজালাল হাজারী (নরসিংদী) সহ আরও অনেকেই।

    উক্ত মতবিনিময় সভাটি সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে। মাঝখানে নামাজ ও দুপুরের খাবারের বিরতি থাকবে। দুপুরের খাবারের আয়োজন আয়োজক কর্তৃপক্ষ করবেন বলে জানিয়েছেন। এ ছাড়া উক্ত মতবিনিময় সভা থেকে প্রস্তাবিত Association of Radio Listeners Club in Bangladesh (ARLCB) গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content