• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    আবু বক্কর ছিদ্দিক আহ্বায়ক ও শিপন সদস্য সচিব নির্বাচিত রামু সোনালী অতীত ফুটবল লীগ কমিটি গঠিত

      ক্রীড়া প্রতিবেদক: ২১ মার্চ ২০২৩ , ৫:১৮:৩৯ প্রিন্ট সংস্করণ

    ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ পরিচালনা পরিষদ ২০২৩’ গঠিত হয়েছে। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিককে আহ্বায়ক ও ক্রীড়া সম্পাদক সুপন বড়ুয়া শিপনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ পরিচালনা পরিষদ ২০২৩’ গঠন করা হয়। এ কমিটিতে রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু, সহ—সভাপতি উজ্জ্বল বড়ুয়া, সাধারণ সম্পাদক খালেদ শহীদ, যুগ্ম—সাধারণ সম্পাদক জিটু বড়ুয়া, আপ্যায়ন সম্পাদক প্রকাশ সিকদার, কার্যনির্বাহী সদস্য সুকুমার বড়ুয়া বুলু, চম্পক বড়ুয়া, বিপুল বড়ুয়া আব্বু, বিকাশ বড়ুয়া বিভাষকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

    গত রবিবার (১৯ মার্চ) রাতে রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। ‘ক্রীড়া ঐতিহ্য জাতীয় সমৃদ্ধির পরিচায়ক’ এ শ্লোগানে ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২৩’ আগামী মে মাসে আয়োজন করা হবে। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সকল সদস্যদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে ‘সদস্য পদ’ নবায়ন করতে হবে। পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায়, নবায়নকৃত রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্যদের নিয়ে ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ—২০২৩’ আয়োজনে দল গঠন ও খেলোয়াড়দের নাম ঘোষনা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

    রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু জানান, রামুর অতীত ক্রীড়াঙ্গনের সমৃদ্ধ ইতিহাস—ঐতিহ্য রয়েছে। সমৃদ্ধ সেই ক্রীড়া ঐতিহ্যকে উপস্থাপনের মাধ্যমে প্রজন্মের মাঝে প্রাণসঞ্চার করার উদ্যোগ নেয়া হয়েছে। কিংবদন্তিতুল্য সাবেক ফুটবলারদের কৃতিত্বপূর্ণ নৈপূণ্যতার কথা প্রজন্মের কাছে জানান দিতে চাই আমরা। তাঁদের রয়েছে স্মৃতিময় ও কৃতিত্বপূর্ণ খেলোয়াড়ী জীবন।

    তিনি বলেন, তৃণমুল পর্যায়ে খেলার আয়োজন প্রসারিত করতে পারলেই রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সার্থকতা আসবে। তাই আমরা প্রতি বছরের ন্যায় এবছরও সাবেক ফুটবলারদের নিয়ে ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ’ আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content