• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডলের কারাদন্ড এবং কারণ দর্শানো নোটিশ প্রদান

      প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ৫:০০:২৭ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটন, ময়মনসিংহ

    চেক ডিজঅনারের মামলায় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডলের কারাদন্ডের রায়ের পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং সন্তোষজনক ব্যাখ্যা আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদানের নির্দেশ দেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল সাংগঠনিক কর্মকাণ্ড অংশ গ্রহণ না করার জন্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশ প্রদান করেন। চেক ডিজঅনারের মামলায় ডেভেলপার এসএনএস হোলিডংস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও ময়মনসিংহ জেলা আওয়ামী
    স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল এক মণ্ডলের বিরুদ্ধে ২৯৭৪৩৭৪ টাকা জরিমানা সহ এক বছরের কারাদণ্ডের রায় প্রদান করেছে বিজ্ঞ আদালত। গত সোমবার (১১ সেপ্টেম্বর ) ময়মনসিংহের বিজ্ঞ যুগ্ম জেলা দায়রা জজ ও অর্থ ঋণ আদালতের বিজ্ঞ বিচারক এই আদেশ দিয়েছেন। একই সঙ্গে আপিল আবেদনের শর্তে আদালত নাজমুল হক মন্ডলের জামিন মঞ্জুর করেছেন।
    জানা যায়, ময়মনসিংহের বিজ্ঞ যুগ্ম জেলা দায়রা জজ ও অর্থ ঋণ আদালতে দায়রা মামলা নং ১১৪০/২১ ধারা এনআইএর ১৩৮ মোকদ্দমার বাদি জালাল উদ্দিন একটি ফ্ল্যাট, গাড়ী পার্কিং এর গ্যারেজ, সার্টার নির্মাণ বাবদ ২৯,৭৪৩৭৪ টাকা নাজমুল হক মণ্ডলকে প্রদান করিলে তিনি সমপরিমাণ টাকার চেক প্রদান করেন । বাদী জামাল উদ্দিন যথা সময়ে চেকের টাকা উত্তোলনের চেষ্টা করিলে চেক ডিজঅনার হয়। এ বিষয়ে দীর্ঘ শুনানি স্বাক্ষী প্রমাণ প্রমাণ শেষে সোমবার ময়মন- সিংহের বিজ্ঞ যুগ্ম জেলা দায়রা জজ ও অর্থ ঋণ আদালতের বিজ্ঞ বিচারক এই রায় দেন।

    এ বিষয়ে জামাল উদ্দিন বলেন, প্রকৃত মালিকের নিকট থেকে একটি ফ্লাট বায়না রেজিস্ট্রেশন করার জন্য টাকা নিয়ে বিবাদী নাজমুল হক মন্ডল সেই ফ্ল্যাট অবৈধভাবে দখল করে নিয়েছে। তিনি জানান, ক্ষমতাশীন দলের জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা নাজমুল হক মণ্ডল ক্ষমতার অপব্যবহার করে অর্থ, ভূমি, ফ্ল্যাট দখল ও প্রতারণা করে আসছে তিনি এর সুষ্ঠু বিচার চান। এ বিষয়ে জানতে চাইলে নাজমুল হক মণ্ডল বলেন, আমি ষড়যন্ত্রের স্বীকার হয়েছি, পাশাপাশি আমার এডভোকেট কিছু ভুল করেছে তাই এই রায় এসেছে।

    আরও খবর

    Sponsered content