• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা সভা

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২৩ , ৪:৩০:৫৫ প্রিন্ট সংস্করণ

    আজ ২৩শে মার্চ ৩০শে সাবান রামু উপজেলার অন্তর্গত খুনিয়া পালং ইউনিয়নের ৪নং ওয়াড আবুলবন্দর স্হানীয় ছাত্রদের রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।একই অনুষ্ঠানে এ মাসিক “আল-আবরার”ইসলামি বিতরণ করা হয়।

    ২৩ মার্চ ( বৃহস্পতিবার ) আছরের নামাজের পর এলাকার চিন্তাশীল ও উম্মাহদরদী মো: নুরুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে অংশনেন, লেখক মো: জাহেদুল ইসলাম আল রাইয়ন,মো: হুমায়ুন কবির,মো:আমিন,মো: আফনান,মো: নুরুল আব্ছার,মো:সাইফুল ইসলাম, মো:হুছাইন, হাফেজ বেলাল, হাফেজ নজরুল ইসলাম ,আবুযার আল গিফারী,মো:ইমরুল কায়েস,মো:ইসমাইল,মো:ফারহাদ ইসলাম,মো সফিউল আলম প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, রমজান একটি নিয়ামত পূর্ণ মাস।যে ব্যাক্তি এই মাস পেয়ে নিজের গুনাহ ক্ষমা করাতে পারবে না তার মতো অভাগা আর কেউ নাই।এবং সাহাবাদের আমল নিয়ে আলোচনা করা হয়েছে।আলোচনা করা হয়েছে কি ভাবে একজন মানুষ দুনিয়াতে ও আখেরাতে সফলতা অর্জন করতে পারে। একজন মুমিন হিসাবে আমাদের কেমন হওয়া দরকার। আরো বিভিন্ন অনুপ্রেরণা ও শিক্ষামূলক আলোচনা করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content