• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কে এই খুরশীদুল জন্নাত

      প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ৫:৩৬:১০ প্রিন্ট সংস্করণ

    মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজারে):

    চলতি সালের জাতীয় শিক্ষা সপ্তাহে কক্সবাজারে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন খুরশীদুল জন্নাত। বিভিন্ন ক্যাটাগরির শ্রেষ্ঠ নির্বাচনে মাধ্যমিক বিদ্যালয় (স্কুল ) পর্যায়ে তাকে এ মনোনয়ন দেয় কক্সবাজার জেলা শিক্ষা অফিসারের কার্যালয়। নির্বাচিত প্রতিষ্ঠান প্রধান কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুরের সহধর্মিনী। জেলা শিক্ষা অফিসারের কার্যালয় কর্তৃক তৈরিকৃত ফলাফল বিবরণীতে দেখা যায়, এবার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্ধারণ সহ শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ গার্ল গাইড, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ রেঞ্জার, শ্রেষ্ঠ বিএনসিসি, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ গার্ল গাইড গ্রুপ এবং শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত করা হয়েছে। মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ রাহমত ছালাম।

    তার প্রতিষ্ঠান কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। নির্বাচিত মাদ্রাসা প্রধান কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহালের কৃতি সন্তান। শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিম শরীফ। তিনি রামু উপজেলার বাসিন্দ। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কক্সবাজার সরকারি কলেজ।

    কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ এর শ্রেষ্ঠদের তালিকা ২১ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম এর পরিচালক সহ জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।

    তিনি আরো জানান, বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতা আগামী ২৯ মে দিনদ্যাপী চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হবে।

    খুরশীদুল জান্নাত ইতোপূর্বে জাতীয় শিক্ষা সপ্তাহে কক্সবাজার সদর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়েও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। তার এ ধারাবাহিক সাফল্যে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবার বেশ আনন্দিত। নবনির্বাচিত এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান তার এ সাফল্যকে বিদ্যালয় পরিবারের প্রতি নিবেদন করেছেন বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান। এদিকে এ বিদূষী নারীকে বিদ্যালয়ের শিক্ষক পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানানো হয়েছে। এর আগে ঈদগাঁও উপজেলার আওতাধীন এসএসসি কেন্দ্র কক্স-০২ এর আওতাভুক্ত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কদম শাখার পক্ষ থেকেও শ্রেণী শিক্ষক মোজাম্মেল হক ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এছাড়াও অষ্টম শ্রেণী কামিনী শাখার শ্রেণি শিক্ষক মোঃ আলম ও শিক্ষার্থীরাসহ অন্যান্য শ্রেণীর বিভিন্ন শাখা কর্তৃক ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অব্যাহত রয়েছে।

    আরও খবর

    Sponsered content