• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ২ এপিবিএন কর্তৃক হ্যাক হয়ে যাওয়া ফেইসবুক আইডি উদ্ধার

      এস এম রমজান আলী, ব্যুরো চীফ। ২৩ মার্চ ২০২৩ , ১২:১৪:০১ প্রিন্ট সংস্করণ

    এপিবিএন একটি ফেইসবুক আইডি হ্যাক হয়ে যাওয়া সংক্রান্তে মোঃ আনন্দ (১৯), পিতা-মোঃ আবু মুসা, মাতা- শামীমা সুলতানা, গ্রাম/মহল্লা- সোনাদিয়া, পোষ্ট- ঘোষবাগ, থানা-কবিরহাট, জেলা- নোয়াখালী । বর্তমান ঠিকানা- কালী বাড়ী রোড, খুরশিদ মাষ্টারের বাড়ী, বসুরহাট পৌরসভা, কোম্পানীগঞ্জ, নোয়াখালী; তিনি কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) নং-১১১৪, তারিখ-২০/০৩/২০২২ খ্রিঃ করেন। ততঃপ্রেক্ষিতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান স্যার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সাইবার এনালাইসিস টিমের ইনচার্জ এএসআই(নিরস্ত্র) আল আবদুল্লাহ এবং সঙ্গীয় সদস্যরা অত্র ইউনিটের সাইবার এনালাইসিস শাখার ফেইজবুক পেইজ www.facebook.com/ctap2 হতে ভিকটিমের দেওয়া জিডির কপি সংগ্রহ পূর্বক ফেইসবুক আইডি ফেরত করতঃ হ্যাকারের দাবি করা ৪,০০০/- টাকার বিকাশ নম্বরের দেওয়া তথ্য অনুযায়ী অবস্থান পর্যবেক্ষন এবং টিমের কৌশলগত সম্বিলিত প্রচেষ্টার মাধ্যমে হ্যাকারের কাছ হতে ফেইসবুক আইডিটি ফিরিয়ে আনতে সক্ষম হন। অদ্য ২৩/০৩/২০২৩ খ্রিঃ ২ এপিবিএন এর সাইবার এনালাইসিস টিম কর্তৃক ফেইসবুক আইডিটি প্রকৃত মালিকের নিকট উদ্ধার পূর্বক ফেরত প্রদান করেন। আপনাদের সেবা প্রদানের লক্ষ্যে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের ২ এপিবিএন, সাইবার এনালাইসিস টিম।অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশ ।

    আরও খবর

    Sponsered content