• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    ফুটবলকে বাঁচাতে বুড়ো বয়সে মাঠে নেমেছি : ব্যারিস্টার সুমন

      প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ৫:১৩:৩৭ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ:

    এ দেশের ফুটবলকে বাঁচাতে বুড়ো বয়সে মাঠে নেমেছেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। লুটপাট করে দেশের ফুটবলকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার সুমন এসময় বলেন, ৩০ মিনিট শুনানি করলে পাঁচ লাখ টাকা পাই, সেটিও আবার শুধু মুখে কথা বলে, আর কিছু করতে হয় না। এখানে এসে ৯০ মিনিট খেলে আমি পায়ে ব্যাথা পেয়েছি। আজ আমি পাঁচ লাখ টাকা রেখে খেলায় আসছি। আজকে খেলতে না আসলে পাঁচ লাখ টাকা পেতাম।
    তিনি বলেন, আপনারা বলতে পারেন- এভাবে পাঁচ লাখ ১০ লাখ টাকা রেখে আপনি খেলা করেন, লাভ কি? আমি বুড়ো বয়সে এসে মাঠে নেমেছি ফুটবলকে বাঁচানোর জন্য। লুটপাট করে ফুটবলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের ফুটবলকে নষ্ট করে দেওয়া হয়েছে। বক্তব্য শেষে খেলা দেখতে আসা বাচ্চাদের মাঝে পেয়ারা গাছের চারা তুলে দেন তিনি। শনিবার (১৭ জুন) বিকেলে উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন কালঘরা খেলার মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার হাবিবুর রহমানের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একাডেমি বনাম হাবিবুর রহমান হাবিব একাডেমি। খেলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমিকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে হাবিবুর রহমান ফুটবল একাডেমি। খেলা উপভোগ করতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ব্যক্তি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে এক নজর দেখতে নবীনগর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অর্ধলাখ দর্শকের সমাগমে ম্যাচটি আরও উপভোগ্য হয়ে উঠে।

    প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা. শফিকুর রহমান, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন, এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম প্রমুখ।

    আরও খবর

    Sponsered content