• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    থানচি বলিবাজার অগ্নিকাণ্ডে বিজিবি ও জেলা পরিষদ ত্রাণ বিতরণ

      মথি ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি ২৪ মার্চ ২০২৩ , ১০:২৩:৪৮ প্রিন্ট সংস্করণ

    বান্দরবানের থানচিতে বলিবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর ও বিজিবি’র ব্যবস্থাপনায় ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়েছে।

    শুক্রবার ২৪ মার্চ দুপুরে থানচি বলিবাজার পার্শ্বর্বতী ৩৮, বিজিবি’র চেকপোস্ট প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও বিজিবি রিজিয়ন, বিজিবি সেক্টর বান্দরবান ও বলিপাড়া জোন ৩৮ বিজিবি তত্ত্ববধানে অগ্নিকাণ্ডে ৫৩জন ক্ষতিগ্রস্তদের মাঝে দুই বান্ডিল ঢেউটিন, পাঁচ হাজার টাকা করে জেলা পরিষদসহ মোট দশ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। একই সাথে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, তেল, ডাল ও লবন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
    বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৮, বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন অধিনায়ক, লে:কর্নেল খন্দকার মোঃ শরীফ উল আলম পিএসসি।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, ৩৮, বিজিবি মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ তসলিম ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিট সেক্রেটারি অমল কান্তি দাস প্রমুখ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবি’র অন্যান্য কর্মকর্তা ও আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

    এ সময় প্রধান অতিথি বলেন, একজনের অসতর্কতার কারণে ৫৩টি দোকানসহ আশেপাশে এলাকা পুড়ে সব ছাই হয়ে গেল। যা হয়ে গেছে তা আর ফিরে আসার সম্ভব নয়। কিন্তু এখন থেকে আপনাদেরকে আগুন থেকে সচেতন ও সতর্ক হতে হবে। আপনারা পাকা না হলেও সেমিপাকা দোকান নির্মাণ করা চেষ্টা করুন। আপনাদের জন্য পরবর্তীতে আরো সাহায্য সহযোগিতা করা হবে।

    আরও খবর

    Sponsered content