• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে জাতিসংঘের প্লেনারি অধিবেশন

      নিজস্ব প্রতিবেদক: ২৪ মার্চ ২০২৩ , ৪:১১:৪৪ প্রিন্ট সংস্করণ

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘ পানি সম্মেলনের প্লেনারি অধিবেশনের তৃতীয় সভায় সভাপতিত্ব করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত সভায় তিনি সভাপতিত্ব করেন। এর আগে বুধবার (২২ মার্চ) বাংলাদেশ জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হয়। শুক্রবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে জানানো হয়, বৃহস্পতিবার বাংলাদেশ গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এবং নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ডেল্টারেসের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত ‘ওয়াটার ফর পিস: ফোরাম সোর্স টু সি’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।
    ফোরাম সোর্স টু সি অ্যাপ্রোস’-এর ওপর ভিত্তি করে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে টেকসই পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে কূটনীতিক, জাতিসংঘ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রী নেদারল্যান্ডস সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল প্যানেল অন ডেল্টাস অ্যান্ড কোস্টাল এরিয়াস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

    আরও খবর

    Sponsered content