• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আন্তর্জাতিক

    ফাইতং ইমাম-সর্দার মাঝে ইফতার উপহার বিতরণ করেন আমজনতা আব্দুল জলিল কোম্পানি

      লামা প্রতিনিধি: ২৪ মার্চ ২০২৩ , ৬:৩৭:২৪ প্রিন্ট সংস্করণ

    পবিত্র মাহে রমজান উপলক্ষে লামা উপজেলা ফাইতং ইউনিয়ন ও পাশ্ববর্তী সকল মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষক, মসজিদ পরিচালনা কমিটি, সভাপতি-সাধারণ সম্পাদক সমাজ সর্দার হাতে মাঝে উপহার ও ইফতার উপহার বিতরণ করেন আমজনতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল কোম্পানি। (২৪ লা মার্চ) শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাড়িতে নিজ উদ্যোগে এ উপহার বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন মো. নাজমুল ইসলাম নাজু, সিনিয়র শিক্ষক সরোয়ার আলম কুতুবী, নুরুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম ও ইউনিয়ন মসজিদ ইমাম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, সমাজ সর্দার, মাদ্রাসা শিক্ষক সহ প্রমূখ উপস্থিত।

    ইমাম’দের পক্ষ থেকে সরোয়ার আলম কুতুবী বক্তব্যে বলেন, আব্দুল জলিল কোম্পানি নিজ উদ্যোগে আমাদের মসজিদ ইমাম’দের সীমিত সামর্থ্য ও অসীম আন্তরিকতা নিয়ে ইমাম- শিক্ষক সর্দারদের জন্য সামান্য কিছু ইফতার উপহার নিয়ে এসেছে। সারা মাস আমরা আমাদের অভুক্ত রোজাদারদের নিয়ে মসজিদ আমাদের ইফতার-উপহার ইফতার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেক, ওয়ার্ড, পর্যন্ত প্রত্যেকটি স্তর ইফতার অংশগ্রহণ করবে। প্রত্যেক জনশক্তি নিজ নিজ ইফতারে অভাবী রোজাদারদের ইফতারে শরিক করবে। সমাজের প্রত্যেক স্বচ্ছল ও বিত্তবান মানুষদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের নিকটস্থ মসজিদ ইমামদের সহায়তায় এগিয়ে আসুন। পাশাপাশি আব্দুল জলিল কোম্পানি এই মহতি উদ্যোগ নেওয়ার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাই।

    বিতরণ অনুষ্ঠান আব্দুল জলিল কোম্পানি বলেন, ইসলামের শিক্ষা হলো, প্রত্যেক ব্যক্তি সামর্থ্য অনুযায়ী তার প্রতিবেশি, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও সমাজের অন্যান্য অভাবী মানুষের পাশে দাঁড়াবে। রাসূল সা. বলেছেন “যে ব্যক্তি পেট পুরে খাবে, অথচ তার পাশে অন্য মানুষ অভুক্ত থাকবে, তাহলে সে মুমিন নয়।” অতএব, প্রকৃত মুমিন ব্যক্তি তার সাধ্য অনুযায়ী দানের হাত প্রসারিত রাখবে, এটাই প্রত্যাশিত। আর পবিত্র রমজান হচ্ছে, ইসলামের শিক্ষাকে শাণিত করার মাস। আত্মগঠনের মাস। তাই এই মাসে গরিব-দুঃখী-মেহনতি মানুষকে ইফতার-সেহরিতে শরিক করা, তাদেরকে খাদ্যদ্রব্য ও আর্থিক সহায়তা করা প্রত্যেক ব্যক্তির দায়িত্ব। আজ আমার সাধ্যের আলোকে মেহনতি ইমাম’দের মাঝে ইফতার বিতরণের কর্মসূচি উদ্বোধন করছি। পুরো রমজান মাসব্যাপী ও আগামী এই তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: আন্তর্জাতিক

    কচি কাঁচাদের সাথে হোলির উৎসবে একাকার জননেতা শওকত মোল্লা

    কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ই, মার্চ ব্রিগেড ভরাট করার ডাক দিলেন তৃনমূল নেতৃত্ব

    পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজের খতিয়ান দিতে দুয়ারে উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

    যৌন কর্মীরা পাচারের শিকার নয, তারা চায় ন্যায় অধিকার, আজ দাবি তুললেন আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে

    ভারতের যৌন কর্মীরা চোরাবালি র শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটি র সেক্রেটারি বিশাখা

    প্রকৃতিক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করা হয় মগরাহাট পশ্চিমে