• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    প্রশাসনের আয়োজনে দেবহাটায় গনহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

      মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ ২৫ মার্চ ২০২৩ , ৪:৩৬:৪০ প্রিন্ট সংস্করণ

    সাতক্ষীরা দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ, ২৩ ইং শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গনহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে গণহত্যার সকল শহিদ সদস্যের রুহের মাগফেরাত কামনা ও দেশের কল্যাণ, শান্তি কামনা করে ১মিনিট নিরবতার মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। ওই সভায় প্রধান অতিথি় হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা পল্পী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ারানী রায়, দেবহাটায রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহেদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা তথ্য কর্মকর্তা মৌসুমী পারভীন, সাংবাদিক আসাদুল ইসলামসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় ২৫ মার্চ কালোরাত সম্পর্কে বিভিন্ন আলোচনা ও আমাদের স্বাধীনতার সূর্য উদিত হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    আরও খবর

    Sponsered content