• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    মান্দায় ভিজিএফএর চাল বিতরনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন 

      প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ১:৪৫:৩০ প্রিন্ট সংস্করণ

    তানোর প্রতিনিধি:

    ঈদের বাকি কয়েকদিন সেই জন্য ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতারণ করা হচ্ছে। আর সেই গরীব অসহায় দরিদ্র মানুষের চাল নিয়ে তানোরের সিমান্তবর্তী মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের বিরুদ্ধে উঠেছে স্বজন প্রীতির গুরুত্বর অভিযোগ। এতে করে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জামায়াতের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের এমন জঘন্য কান্ডের ঘটনায়(২০ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে সাবাইহাট আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভিজিএফ’র চাল তেতুলিয়া ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্র মানুষের জন্য ২ হাজার ৫শ ৭০ টি কার্ড দেয়া হয়। এর মধ্যে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ৯৬৩টি কার্ড এমপির পক্ষ থেকে বরাদ্দ দেয়া হয়। তবে সেই গরীব অসহায় মানুষের চাল নিয়ে জামায়াতের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল স্বজন প্রীতি করে তার ইচ্ছে মতো নিজস্ব ব্যাক্তিগত লোকদের মাঝে চাল দিয়েছেন। এমনকি চাল বিতরণে ১০ কেজি করে চাল দেয়ার নির্দেশ থাকলেও চেয়ারম্যান চাল দিয়েছেন ৭কেজি থেকে সাড়ে ৭কেজি করে। এতে পরিষদ চত্বরেই চাল কম দেয়ার বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে তাদের উপরে চড়াও হয়ে বিভিন্ন হুমকি দিতে থাকেন চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল।

    এছাড়াও জামায়াতের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের পক্ষে ভোট না করে নৌকার পক্ষে ভোট করেছে বা ভোট দিয়েছেন তাদের চাল দেয়া হয়নি। শুধু তাই নয়,এমনকি এমপি এমাজউদ্দীন প্রামানিকের পক্ষ থেকে দলীয় গরীব অসহায় দরিদ্র কর্মীদের মাঝে ৯৬৩টি কার্ডের চাল দেয়ার জন্য সুপারিশ করা হলেও তা প্রত্যাখান করে তার ইচ্ছে মতো চাল বিতরণ করেছেন চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল। ফলে জামায়াতের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের এমন জঘন্য কান্ডে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে সমালোচনার ঝড়। সেই সাথে তেতুলিয়া ইউনিয়ন বাসীর মধ্যে দেখা দিয়েছে চাপাক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অন্যদিকে জামায়াতের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের উপর ব্যাপক ক্ষিপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের চেয়ারম্যানের এমন জঘন্য কান্ডে যেকোন সময় প্রতিবাদ জানিয়ে ইউনিয়ন বাসী দিতে পারেন গণপিটুনি বলেও আশংঙ্কা হয়েছে।

    মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজিউর রহমান বলেন,স্হানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অনেক অসহায় দরিদ্র কর্মী থাকে, যাদের প্রতি ঈদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফএর চাল বিতরণ করা হতো,কিন্তু এবার জামায়াতের চেয়ারম্যান হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ’র চাল থেকে বঞ্চিত করেছেন চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল। তিনি নিজের ইচ্ছায় জেনে-বুঝে এমন জঘন্য কাজ করেছেন চেয়ারম্যান। তেতুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শ্রী ব্রজেন্দ্রনাথ সাহা বলেন,তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শত শত কর্মীদের চাল না দিয়ে বিএনপি জামাত ও নিজের পছন্দ মতো মানুষদের ভিজিএফের চাল বিতারণ করেছেন। আর বঞ্চিত হওয়া তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীরা স্থানীয় সংসদ এমাজউদ্দীন প্রামানিকের সুদৃষ্টি কামনা করেছেন। এবিষয়ে তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল সব অভিযোগ অস্বীকার করে বলেন,চাল বিতরণে কোন অনিয়ম করা হয়নি, নিয়ম অনুযায়ী সবাইকে চাল বিতরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন অভিযোগ পাওয়ার পরে পরিষদে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়, ঘটনাটি দুঃখজনক,বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।

     

    আরও খবর

    Sponsered content