• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    মাহে রমজান উপলক্ষে ইবির দাপ্তরিক সময়সূচীর পরিবর্তন

      ইবি প্রতিনিধি : ২৫ মার্চ ২০২৩ , ১০:২৭:৪৪ প্রিন্ট সংস্করণ

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র মাহে রমজান উপলক্ষে দাপ্তরিক সময়সূচির পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। পরিবর্তিত সময়সূচী অনুযায়ী প্রত্যেকদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দাপ্তরিক কাজ চলবে।

    এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলতো। শুক্রবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    রেজিস্ট্রার দপ্তর সূত্রে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে ও ঈদুল ফিতরসহ ১৭ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। আর পবিত্র মাহে রমজান উপলক্ষে অফিসের সময়সূচি সকাল ৯টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত করা হয়েছে। তবে দুপুর সোয়া ১টা হতে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে। অফিস বন্ধকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।

    উল্লেখ্য, পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, ঈদ-উল-ফিতর ও মে দিবস উপলক্ষ্যে ২৩ মার্চ হতে ১ মে পর্যন্ত ক্লাস বন্ধ ঘোষণা করে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছুটিকালীন বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে বলে জানানো হয়। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে পরিবহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ীর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।

    আরও খবর

    Sponsered content