• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ওসমান পল্লী সপ্রাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

      এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি- ২৬ মার্চ ২০২৩ , ১২:৪৮:১৯ প্রিন্ট সংস্করণ

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ওসমান পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ খ্রি. উপলক্ষ্যে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা পুরস্কার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৬ মার্চ-২০২৩ সকাল ৮ টায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ওসমান পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকালে শরীরচর্চা ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচদনা হয়। পরে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ব্যবস্থাপনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ওসমান পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, মো. এমদাদুল হকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমান পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি, এম. জুলফিকার আলী ভূট্টো।

    বিদ্যালয়ের সহকারী শিক্ষক, রবীন্দ্র ত্রিপুরা’র উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাতু রাণী মারমা, সহকারী শিক্ষক, আবু সালেহ মোহাম্মদ সোলাইমান,
    সহকারী শিক্ষক, সামাউ মারমা ও মন্জুরা আক্তার প্রমুখ।

    ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ খ্রি. উপলক্ষ্যে দিবসের তাৎপর্য তুলে বক্তারা বলেন-বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় ও আড়াই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে কেনা আমাদের স্বাধীনতা কখনও বৃথা হতে দেব না। জাতির জনকের ঐতিহাসিক আহবানে মুক্তিযুদ্ধ শুরু হয়ে ছিল তার নেতৃত্ব আজ আমরা স্বাধীন জাতি।

    পরিশেষে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ খ্রি. ওসমান পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content