• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    অসহায় বৃদ্ধ আবদুল হাই’র চিকিৎসায় মানিকছড়ির ইউএনও এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৩ , ৮:৩২:৩৮ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার অসহায় বৃদ্ধ আবদুল হাই (৭০) এর চিকিৎসায় জন্য মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা পাশে দাঁড়িয়েছেন।

    আবদুল হাই (৭০) মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এয়াতলং পাড়া বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে তিনি হার্নিয়া রোগে ভুগছিলেন। আর্থিক অভাবের কারণে তিনি উন্নত চিকিৎসা নিতে পারছিলেন না।
    উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মো. হানিফ মেম্বারের সহযোগিতা ও পরামর্শক্রমে আবদুল হাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রক্তিম চৌধুরীর কাছে শরণাপন্ন হলে তিনি তাঁর বন্ধুদের মাধ্যমে বৃদ্ধ লোকটির চিকিৎসার জন্য অর্থ ব্যবস্থা করেন।

    চিকিৎসা চলাকালীন অসহায় আবদুল হাই’র সাথে পাশে থাকা, চট্টগ্রাম শহরে আনা-নেয়া, পরিচর্যা করার ও পর্যবেক্ষণ করার দায়িত্ব নিয়েছে যুব রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকছড়ি ইউনিটের সদস্যরা এবং চট্টগ্রাম মহানগর মারমা যুব সংঘের সদস্যরাও এতে সহযোগি করছেন।

    মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, গত বছরেও ৪নং তিনট্যহরী ইউনিয়নের বৈশাখী নামে এক সাঁওতাল শিশুর চিকিৎসার জন্য বন্ধুদের মাধ্যমে সহযোগিতা করা হয়ে ছিল।

    আরও খবর

    Sponsered content