• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডিসপ্লে ও কুচকাওয়াজ

      ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ২৬ মার্চ ২০২৩ , ১:০৬:৩০ প্রিন্ট সংস্করণ

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে।রোববার (২৬ মার্চ) সকালে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাধীনতার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্তটি প্রদর্শন করা হয়।
    এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জুসা মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে মনোজ্ঞ শারীরিক কসরত প্রদর্শন করা হয়েছে।
    তবে সবকিছু ছাপিয়ে স্টেডিয়ামে দর্শকের মূল কেন্দ্রবিন্দু ছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং মোরগ লড়াইয়ের দিকে। ছন্দের তালে লাঠিয়ালদের ক্রীড়া নৈপুণ্য দেখে মুহুর্মুহু করতালি দিয়ে দর্শকরা খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। অপরদিকে সরাইলের ঐতিহ্যবাহী হাসলি মোরগ লড়াইয়েও দর্শকের উৎসাহের কমতি ছিল না।

    এ বিষয়ে জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিলুপ্তপ্রায় ঐতিহ্য ধরে রাখতেই তাদের এ প্রয়াস। তিনি যতদিন থাকবেন এ প্রয়াস চালিয়ে যাবেন। আগামী দিনেও এ জেলায় যিনি আসবেন, তিনিও এ প্রয়াস ধরে রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

    আরও খবর

    Sponsered content