• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    অভয়নগরে ভূয়া কবিরাজের ভণ্ডামির খপ্পরে পড়ে এলাকাবাসী নাজেহাল

      মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ১১:৫৭:০২ প্রিন্ট সংস্করণ

    যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের ভূয়া ভন্ড কবিরাজের খপ্পরে পড়ে অনেকে ক্ষতিগ্রস্থ হয়েছে। সরেজমিনে জানা গেছে, উপজেলার বাশুয়াড়ী গ্রামের মৃত- নওশের আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম(৬০), দীর্ঘদিন ওই এলাকাসহ আসপাশের এলাকার বহু মানুষের সাথে নামধারী কবিরাজির নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এলাকার অনেকে অভিযোগ করে বলেন, ওই ভন্ড কবিরাজ যীন ছাড়ানোর আড়ালে বিভিন্ন অপকর্মে লিপ্ত থেকে অসহায় গরীব মানুষদের ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া তার নেশা। তথ্য অনুসন্ধানে জানা গেছে ওই ভূয়া ভন্ড কবিরাজ যীন তাড়ানোর অজুহাতে মেয়েদেরকে নানামুখী নির্যাতনসহ মারধর করে থাকে। ফলে অসুস্থ মেয়েরা আরো অসুস্থ হয়ে পড়ে, পরে বড় বড় ডাক্তারের কাছে গিয়েও রোগ ভালো হয়না। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে ওই ভূয়া ভন্ড কবিরাজের দ্বারা উপজেলার লেবুগাতী গ্রামের পরিমল বিশ্বাসের মেয়ে শ্রীমতি বিশ্বাস(৩০), কে গত ৮ এপ্রিল শনিবার যীন তাড়ানোর অজুহাতে বিভিন্ন নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়লে উপজেলা ব্যাপি মানুষের মাঝে ব্যাপক ক্ষোপের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায় ভূয়া ভন্ড কবিরাজ মেয়েটিকে বিভিন্ন ভাবে মারধর ও বুকের পরে উঠে দাড়িয়ে নির্যাতন করছে, ওই দিন যীন তাড়াতে না পেরে ভুক্তভোগী পরিবারটিকে বলে আসে আগামী কাল আমার বাড়ি নিয়ে গেলে আমি যীন তাড়িয়ে দেবো ঘটনাক্রমে সংবাদটি সংবাদকর্মীদের কাছে পৌছায়, যথা সময়ে গত ৯ এপ্রিল রবিবার সকাল ১১ টায় ওই নির্যাতনের শিকার মেয়েটিকে তার পরিবার ভন্ড কবিরাজের বাড়ি বাশুয়াড়ী নিয়ে আসে ওই বাড়িতে যথাসময় এই প্রতিবেদক হাজির হয়ে। মেয়েটিকে সত্যি যীনে ধরেছে কি না যাচাই কালে দেখা যায় মেয়েটির কিছু মানুষিক সমস্যা আছে কোন যীনের এই ভূয়া কারবার মেয়েটির কথায় সত্যতা পাওয়া যায়নি। এবিষয়ে ওই ভন্ড কবিরাজ সাইফুল ইসলাম তার সকল অপকর্ম স্বীকার করে বলেন আমার ভুল হয়েছে, এমন কাজ আর করবোনা আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান, ভূয়া কবিরাজ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

    Sponsered content