• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ফাইতংয়ের ‘ত্যাগীদের মূল্যায়ন করলেই আওয়ামী লীগ শক্তিশালী হবে’

      ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদক : ২৭ মার্চ ২০২৩ , ৫:৫৪:১৮ প্রিন্ট সংস্করণ

    স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।(২৬ মার্চ) রবিবার বিকাল ৪টায় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সহসভাপতি শহিদুল্লাহ মিন্টু সভাপতিত্বে ও মাহমুদুর রহমান শুক্কুরের সঞ্চালনায় আলোচনা সভা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র নেতাদের ইফতার মিলন মেলায় পরিণত হয়। সভায় ইউনিয়ন পর্যায়ের নেতারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ছাড়াও দলের অভ্যন্তরীণ নানা অসঙ্গতি তুলে ধরেন।

    সভায় বক্তব্য রাখেন অতিথি হিসেবে, ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয় সহ প্রমুখ।

    অতিথিরা বক্তব্য বলেন, ফাইতংয়ের প্রত্যেক ওয়ার্ড ‘ত্যাগীদের মূল্যায়ন করলেই আওয়ামী লীগ শক্তিশালী হবে’ সুযোগ-সন্ধানী স্বার্থন্বেষীদের সাথে নিয়ে দল বড় করার দরকার নেই। ত্যাগী ও পরীক্ষিত বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত কর্মীদের দিয়ে সংগঠনকে শক্তিশালী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বান্দরবানের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাহীন করে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করে দলে কাজ করেছিলেন, সেইসব দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করলেই দল আরও শক্তিশালী হবে।

    ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয় বক্তব্য বলেন, গুটিকয়েক নেতা দলের দায়িত্বে থেকে নিজেদের স্বার্থে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। তারা দলের আগাছা। ফাইতং ইউনিয়ন প্রত্যেক ওয়ার্ড এসব স্বার্থন্বেষীদের হাত থেকে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের কেউ দলের বাইরে থাকলেও তাদের দলীয় কর্মে সংশ্লিষ্ট করতে হবে। কোনো দ্বন্দ্ব-কলহ থাকলে তা মীমাংসা করে নিতে হবে নিজেদের মধ্যেই। জনগণের পাশে থেকে দলকে মজবুত করতে হবে।

    এরআগে দিন রাত ১২টায় ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন নেতারা ফাইতং উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন আলোচনা সভা ইফতার মাহফিল ইউনিয়ন ও প্রত্যেক ওয়ার্ড নেতা-নেত্রী উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content