• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মধ্যনগরে ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদের বিরুদ্ধে  টাকা আত্মসাৎ এর অভিযোগ

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ৫:৪২:৩২ প্রিন্ট সংস্করণ

    মোঃ আঃ রহিম জয়, জ্যেষ্ঠ প্রতিবেদক :-

    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদের বিরুদ্ধে এল জি এস পি – ৩ প্রকল্পের ২৮ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

    বুধবার (২৬ এপ্রিল) বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা ইউএনও বরাবর এ লিখিত অভিযোগ করেন।
    এছাড়াও মাননীয় সংসদ সদস্য, সিলেট বিভাগীয় কমিশনার,সুনামগঞ্জ জেলা প্রশাসক,সুনামগঞ্জ ডি জি এল জি অফিস ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাব বরাবর অনুলিপি প্রদান করা হয়।
    লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,অভিযোগকারী সানোয়ার হোসেন দাবি করেন অভিযোক্ত চেয়ারম্যান রাসেল আহমেদ দায়িত্ব গ্রহন করার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জনকে হয়রানি করছেন।বিগত পরিষদের অর্থাৎ ২০২০ – ২০২১ অর্থ বছরের এল জি এস পি -৩ বরাদ্দের ১৭,০০০০০(সতেরো লক্ষ) টাকার নাম মাত্র কাজ করে নিয়ম বহির্ভূত ভাবে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।ঐ বরাদ্দের পরবর্তী ১১০০০০০(এগারো লক্ষ) টাকা ২০২১-২০২২ অর্থ বছরের এল জি এস পি এর নাম মাত্র কাজ করে নিয়ম বহির্ভূত ভাবে উত্তোলন করে আত্মসাৎ করেন।এমন ভাবে বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন মূলক টি আর কাবিখা নাম মাত্র কাজ করে সাকূল্য টাকা আত্মসাৎ করেন।তিনি সরকারী বরাদ্দের বিপরীতে উপকারভোগীদের কে তার নিজস্ব রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করতে বাধ্য করেন।না হয় তালিকা থেকে নাম বাদ দিয়ে দিবেন বলে হুমকি ভয় ভীতি প্রদর্শন করেন।এছাড়াও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্ত লোকজনের সঙ্গে তার ঘনিষ্ঠতার ফলে মাদকের ব্যপক বিস্তার লাভ করছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন। এ বিষয়ে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ফরিদ মিয়া বলেন,শুনেছি এই বরাদ্দের টাকা তুলেছে।আমার ওয়ার্ডে এই বরাদ্দ থেকে এক টাকার কাজ ও করা হয় নি।একটি টিউবওয়েল দেওয়া হয়েছে।একটি টিউবওয়েলের বিপরীতে বাউচার হিসেবে ৬৭ হাজার টাকা দেখানো হয়েছে।চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন উনি( রাসেল চেয়ারম্যান) আমাকে আমার ওয়ার্ড বাসীর জন্য কিছু কাজ কি দিবে উল্টো আমার কাছ থেকে ১৩০০০০(এক লক্ষ ত্রিশ হাজার)টাকা দার নিয়েছে।এখন পর্যন্ত টাকা দিচ্ছে না। ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান সিদ্দীকি বলেন,আমি এই বরাদ্দ সম্পর্কে কিছুই জানি না,এই বরাদ্দ থেকে আমার ওয়ার্ডের উন্নয়নের জন্য বিন্দুমাত্র কোন কাজ আমাকে দেওয়া হয় নি। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন মিয়া বলেন,আমি এই বরাদ্দের টাকা কোথায় কত টাকা ব্যয় করা হয়েছে আমার বোধগম্য নয়।তবে আমার ওয়ার্ডের জন্য একটি নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছিল।আমি চাপাইতি গ্রামের এমদাদ নামে একজন কে নলকূপ টি স্থাপন করে দিয়েছি।নলকূপ টি স্থাপন করতে আমাকে স্থাপন খরচ হিসেবে ১৫০০০ হাজার টাকার মত ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়েছে।এর বাহিরে আমি আর কিছু যানি না। খোঁজ নিয়ে জানা যায়,গত বছর জানুয়ারীর ৫ তারিখে বংশীকুন্ডা (দ:) ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়ে ২ নং বংশীকুন্ডা (দ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করে আসছে ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ।

    অত্র ইউনিয়নের ইউপি সদস্য ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকলেও বিগত ১৭ মাসে চোখে পড়ার মত কাজ দেখাতে পারেন নি।বেশিরভাগ ইউপি সদস্য বলেন তাদের ওয়ার্ডে একটি নলকূপ ছাড়া আর কোন কাজই করেন নি বর্তমান ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ।
    খোঁজ নিয়ে জানা যায়, টুকটাক রাস্তা মেরামতের কাজ,প্রতিটি ওয়ার্ডে একটি করে নলকূপ,লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে ৮৫ টি স্কুল ব্যাগ বিতরণ ও ০৩ নং ওয়ার্ডের গড়াকাটা বাজারে একটি পাবলিক টয়লেট ব্যতিত দৃশ্যমান কোন কাজই করেন নি এই ইউপি চেয়ারম্যান। ০৩ নং ওয়ার্ডে যে টয়লেট টি নির্মাণ করা হয়েছে তাতেও ব্যপক অনিয়মের অভিযোগে পাওয়া গিয়েছে।নির্মাণ করা এই টয়লেট ব্যবহার করতে পারছে সাধারণ জনগন।কারন মাটি থেকে ৭/৮ ফুট উচু হওয়ায় মই দিয়ে বেয়ে টয়লেট করতে হয় বিদায় কেউ এই টয়লেট ব্যবহার করতে পারছে না। সাধারণ জনমনে ও ইউপি সদস্যদের মনে একটি প্রশ্নই বার বার ঘুরপাক খাচ্ছে তাহলে এই এল জি এস পি প্রকল্পের ২৮ লক্ষ টাকার কাজ কোথায় করা হয়েছে।এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে একটি চক্র আমাকে ফাঁসাতে ষড়যন্ত্র করছে।মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন,এরকম একটি অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

    Sponsered content