• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    সাঘাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

      মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ ২৭ মার্চ ২০২৩ , ২:৩৮:০৩ প্রিন্ট সংস্করণ

    গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উফশি আউশ ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৭শে মার্চ) সাঘাটা উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণী অনুষ্ঠানের উদ্ভোধন করেন, গাইবান্ধা-৫ (সাঘাটা -ফুলছড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি।

    বিতরণী কালে রিপন এমপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। মহামারী করোনা কালীন সময়ে বিভিন্ন দেশে খাদ্য সংকট দেখা দিলেও প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার সঠিক নেত্রীত্বে আমাদের দেশে খাদ্যের কোনো ভাবে সংকট দেখা দেয়নি।

    তিনি আরও বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি পণ্য উৎপাদনে সরকার ভর্তুকি দিয়েও বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ দিচ্ছে। এসব বীজ ও সার সঠিক ভাবে ব্যবহার করে কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির আহবান জানান তিনি।

    এসময় সাঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হকে সন্ঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড,এ এস এম সামশীল আরেফীন টিটু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, আওয়ামীলীগ নেতা আনোয়ারুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন প্রমূখ।

    আরও খবর

    Sponsered content