• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিফাত উদ্দিন এর মানবতা সহযোগিতা পেল অসহায় স্কুল শিক্ষক

      মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ( মৌলভীবাজার): ২৮ মার্চ ২০২৩ , ৫:৩৩:০২ প্রিন্ট সংস্করণ

    মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শমশেরনগর ইউনিয়ন সতিঝির গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন আশিকুর রহমান তিনি অনেক বছর আগে অবসর গ্রহণ করেন শিক্ষকতা পেশা থেকে। তিনি দীর্ঘদিন মানবতা জীবন-যাপন করতেছে স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে । গত কয়েক দিন আগে উনার অসহায়ত্ব জীবনযাপনের কথা সামাজিক মাধ্যমে তুলে দরেন উনার ছাত্ররা।

    এসব তথ্য জেনে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় রমজানের জন্য কিছু খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা নিয়ে এসে হাজির হন শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর বাসায় যান।অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর মামবেতর জীবন যাপনের ভিডিও ভাইরাল হয়। এর পর সমাজের অনেক লোক ও উনার ছাত্র-ছাত্রী সহযোগিতা হাত বাড়িয়ে দেন উনার নামে ব্যাংক একাউন্ট খোলা হয় ।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, ফেসবুকে শিক্ষক আশিকুর রহমান চৌধুরী সম্পর্কে জেনে আজ মঙ্গলবার বিকেলে নিজে এসে এ শিক্ষকের সাথে দেখা করে তাঁর ও পরিবার সদস্যদের খোঁজ খবর নিলেন। শিক্ষকের জন্য কিছু খাদ্য সামগ্রী ও কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি আরও বলেন, শিক্ষকের প্রতিবন্ধী মেয়ের ভাতা প্রাপ্তি ও পরিবারে আরও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু।

    আরও খবর

    Sponsered content