• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    লামায় ইফতার সামগ্রী বিতরণ করেন নারীনেত্রী ফাতেমা পারুল

      ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক : ২৮ মার্চ ২০২৩ , ৯:৫১:৩১ প্রিন্ট সংস্করণ

     

    পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী প্রদান করার কারণে এ সবসামগ্রী ও সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে মনে করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নারীনেত্রী মানবিক ফাতেমা পারুল। তাই রমজান মাসে ইফতার সামগ্রী নিজ অর্থ সহায়তা বান্দরবানের লামায় উপজেলা সহ বিভিন্ন জনসাধারণ মধ্যে ইফতার উপহার হিসেবে তেল,চনা,চিনি, পেঁয়াজ,খেজুর,মুড়ি বিতরণ করেন (২৮ মার্চ) মঙ্গলবার সকালবেলা নিজ বাসায়।

    বিতরণ সময় নারীনেত্রী ফাতেমা পারুল বলেন, নিজ অর্থে দরিদ্র মানুষ তার নিজের প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করতে পারবে না। তাই বিবৃতিতে বলা হয়, রমজান মাস এলেই আমাদের দেশের কিছু ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী, শিল্পপতি, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিযোগিতা আকারে ইফতার সামগ্রী বিতরণ করে থাকেন। কিন্তু পুরো রমজান মাস জুড়ে সাধারণ দরিদ্র মানুষ যেন ইফতার ও সাহরি স্বাশ্রয়ী মূল্যে খেতে পারেন তার জন্য কিছু না করে অনেকটা রাজনৈতিক উদ্দেশ্য বা সুনাম কুড়ানোর জন্য এসব আয়োজন করেন। ফলে সাধারণ মানুষের মাঝে ইফতার জুটলেও পুরো মাসে রমজানে ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ।

    দান হিসাবে ইফতার সামগ্রী প্রদান করার কারণে এ সব সামগ্রী নিজ ও সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে জানিয়ে, ইফতার উপহার প্রদান করা হলে দরিদ্র মানুষ তার নিজের প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করতে পারতেন। অথচ দান-খয়রাত ও জাকাত দরিদ্র মানুষের প্রতি করুণা নয়, এটা তাদের অধিকার হলেও ইফতার ও বিতরণের সময় প্রতিবছর বিপুল পরিমাণ বিতরণ করেন। ইফতার সামগ্রী বিতরণকালে অনেক সময় অপচয় ও চুরি হয়। অন্যদিকে রাস্তায় প্রচণ্ড খানাখন্দক, গর্তের কারণে রমজানে পুরো উপজেলা জুড়ে অসহনীয় যানজট, গণপরিবহণে বিপুল ভাড়া হাঁকানো, রাস্তার ওপর ময়লার স্তুপ, বিদ্যুৎ,পানি, গ্যাসের প্রাপ্যতাসহ নানা নাগরিক ভোগান্তির জালে জনজীবন অতিষ্ঠ হয়। এর জন্য দায়িত্বপ্রাপ্তরা ভ্রূক্ষেপ না করে নাগরিক ভোগান্তি নিরসনে কোনো উদ্যোগ না নিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেন ফাতেমা পারুল।

    ইফতার সামগ্রী দুস্থ ও গরীব লোকজনকে নিজে ইফতার বিতরণ, মাসের বাজার একসঙ্গে না করে সপ্তাহের বাজার করে দেয়ার আহবান জানিয়ে বলা হয়, খাদ্যপণ্য ক্রয়ে সংযমী হওয়া, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, যানজট ও জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাস্তাগুলো দ্রুত সংস্কার, খানাখন্দ মেরামত, বিদ্যুৎ, গ্যাস ও পানির প্রাপ্যতাসহ জনভোগান্তি নিরসনে ভূমিকা রাখার আহ্বান জানায়।

    সুবিধাভোগীরা জানান, করোনা পরবর্তী বৈশ্বিক অস্থিরতা, দ্রব্যমূল্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধিতে মানুষ যেখানে দিশেহারা অবস্থায় রয়েছে, সেখানে নিজ উদ্যোগে নারীনেত্রী ফাতেমা পারুল পবিত্র রমজান রেখে বান্দরবান লামায় ও বিভিন্ন এলাকায়সহ প্রত্যন্ত অঞ্চলে হাটবাজারে টিসিবি’র পণ্য বিক্রয় করা হচ্ছে। সেখানে যিনি একজন মানবিক নেত্রী, লামায় অসহায় মানুষের সহায়তায় জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে গেছেন। বর্তমানেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সৃষ্ট অর্থনৈতিক মন্দায় মানুষের সমস্যায় তাদের পাশে দাঁড়িয়ে রমজান মাসজুড়ে ইফতার বিতরণের আয়োজন করেছেন যা নিঃসন্দেহে অত্যন্ত ভাল উদ্যোগ।

    আরও খবর

    Sponsered content