• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলোচিত মাদক ব্যবসায়ী আব্দুল জলিল নামে এক ব্যক্তি গ্রেফতার

      নিজস্ব প্রতিবেদক: ২৮ মার্চ ২০২৩ , ৩:৫৫:৩৩ প্রিন্ট সংস্করণ

    অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউন্দিয়ার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল (৫৫) কে গ্রেফতার করেছে ঢাকা জেলার সাভার মডেল থানা এর আওতাধীন কাউন্দিয়া ক্যাম্পের পুলিশ।

    ঢাকা জেলার সুযোগ্য ও সুদক্ষ পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) এর সার্বিক ও যথাযথ নির্দেশনায় কাউন্দিয়ার বহুল আলোচিত উক্ত মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

    ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও ট্রাফিক- উত্তর ) মোঃ আবদুল্লাহীল কাফী পিপিএম (বার), সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, পিপিএম এর নির্দেশনায় ২৭/০৩/২০২৩ ইং রাতে কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ) সুব্রত দাস সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকা হতে মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) কে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন।ধৃত মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) ঢাকা জেলার সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা গ্রামের মৃত শমসের আলী ও জামিলা খাতুন এর সন্তান।এ সংক্রান্তে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করত: আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।ধৃত আসামী মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ঢাকা জেলার সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা রয়েছে।

    আরও খবর

    Sponsered content