• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    ইবিতে ছাত্রী নির্যাতন; অভিযুক্তদের কারণ দর্শানোর সময় বৃদ্ধি

      ইবি প্রতিনিধি : ২৯ মার্চ ২০২৩ , ২:০৭:৩২ প্রিন্ট সংস্করণ

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে সম্প্রতি ছাত্রীকে অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর জন্য অতিরিক্ত সময় দিয়েছে কর্তৃপক্ষ। আগামী বুধবার (০৫ এপ্রিল) পর্যন্ত তাদের সাত কার্যদিবসের অতিরিক্ত সময় দেওয়া হয়। আজ (২৯ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

    এর আগে হাইকোর্টের নির্দেশের পর গত ৬ মার্চ অভিযুক্ত পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর ‘কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না’ এ মর্মে সাত কার্য দিবসের মধ্যে লিখিত কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ। অভিযুক্ত মোয়াবয়িা জাহান ও তাবাসসুম ইসলাম এর জবাব দিলেও বাকি তিনজন সময় বৃদ্ধির আবেদন জানান। আবেদনের ১৫ দিন শেষে আজ বুধবার সময় বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, “তিন শিক্ষার্থীর সময় বৃদ্ধির আবেদনের প্রেক্ষিতে আগামী ৫এপ্রিলের মধ্যে কেনো স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে সুনির্দিষ্ট কারণ দশার্নোর সময়বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি পরবর্তীতে আর সময়বৃদ্ধি করা হবে না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।”

    উল্লেখ্য, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর র্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে। এতে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসসুম ইসলাম, ইশরাত জাহান মীম, হালিমা আক্তার উর্মি ও মুয়াবিয়া জাহানসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ ভুক্তভোগীর। ভুক্তভোগীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত ১ মার্চ সানজিদা চৌধুরি অন্তরাসহ পাঁচ অভিযুক্তকে ক্যাম্পাস থেকে সাময়িক বহিষ্কার, হল প্রভোস্টকে প্রত্যাহার, ভুক্তভোগী ফুলপরীর সার্বিক নিরাপত্তা ও তার পছন্দের হলে উঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে সেদিনই হল প্রভোস্টকে প্রত্যাহার করে প্রশাসন। এছাড়া গত ৪ মার্চ পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে সাত কার্যদিবসের মধ্যে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে তাঁদেরকে হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

    আরও খবর

    Sponsered content